Viral

Snake Viral Video: এক নিঃশ্বাসে গিলে ফেলবে মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় সাপের ভিডিও দেখালেন গবেষকরা

অদ্ভুতভাবে এই বিশেষ সাপের খোঁজ পাওয়া গিয়েছে আমাজনের জঙ্গলে। সূত্র মারফত জানা যাচ্ছে, রেইনফরেস্টের গভীরে বিশ্বের সবচেয়ে বড় সাপের গড় ওজন মানুষের থেকে প্রায় তিনগুণ বেশি।

Google News

Snake Viral Video: খোঁজ মিলল বিশ্বের সবচেয়ে বড় সাপের। নাম নর্দান গ্রিন আনাকোন্ডা। ২৬ ফুট লম্বা। এক নিঃশ্বাসেই গিলে ফেলবে আস্ত একটি মানুষকে! অদ্ভুতভাবে এই বিশেষ সাপের খোঁজ পাওয়া গিয়েছে আমাজনের জঙ্গলে। সূত্র মারফত জানা যাচ্ছে, রেইনফরেস্টের গভীরে বিশ্বের সবচেয়ে বড় সাপের গড় ওজন মানুষের থেকে প্রায় তিনগুণ বেশি। এই সাপটির ওজন ২০০ কেজি। বন্যপ্রাণী উপস্থাপক অধ্যাপক ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পেয়েছেন এমনটাই দাবি করেছেন তিনি।।

এই সবটির ভিডিও ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। গ্রীন অ্যানাকোন্ডা সম্পর্কিত গবেষণার একটি জার্নাল ডাইভারসিটিতে গত ১৬ ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এটি। এরপরে ৪০ বছর বয়সী গাছ জীববিজ্ঞানী অধ্যাপক ভঙ্ককে সমাজমাধ্যমে শেয়ার করে নিয়েছেন বিশাল আকার আনাকণ্ডার এই ভিডিও। যা দেখে যে কেউ আঁতকে উঠবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: জীবনে প্রেমের গল্পে কতটা সফল Priyanka Sarkar! রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা যা বললেন অভিনেত্রী

ভিডিও অনুযায়ী দেখা গিয়েছে, অনাকোন্ডার পাশে সাঁতার কাটছেন তিনি। সমাজমাধ্যমে ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন এটি ২৬ ফুট লম্বা এবং ওজন প্রায় ২০০ কেজি। মোট ৯টি দেশের আরও ১৪ জন বিজ্ঞানী সবাই সবার সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি সবুজ অ্যানাকোণ্ডআ আবিষ্কার করেছে আমরা।

আরও পড়ুন: Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের সম্মানে শিয়ালদহে বিশেষ ট্রেন! জানেন কোন রুটে কেন চলে এই ট্রেন?

অধ্যাপক এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা নতুন প্রজাতির ল্যাটিন নাম দিয়েছি ইউনেক্টেস আকায়ামা, নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। আপনি ভিডিয়োটিতে দেখতে পাচ্ছেন আমার দেখা সবচেয়ে বড় অ্যানাকোন্ডা। এটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল। ২৬ ফুট লম্বা এবং 200 কেজিরও বেশি ওজনের, আমার মাথার আকারের মতো এর বিশাল মাথা।’

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button