News

Lakshadweep: লাক্ষাদ্বীপে গিয়ে কীভাবে ছুটি কাটাবেন? কী কী ঘুরে দেখবেন?

কিছুদিন আগেই লাক্ষাদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Google News

Lakshadweep: বেশ কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, #boycottmaldives আর #lakshadweeptourism। কিছুদিন আগেই লাক্ষাদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে স্নরকেলিং বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নেন সামাজিক মাধ্যমের পাতায়। প্রাকৃতিক আনন্দ উপভোগ করতে তিনি আহ্বান জানান দেশবাসীকেও। বেশ কয়েক বছর ধরেই ভারতীয়দের মধ্যে মালদ্বীপ যাওয়ার প্রবণতা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। প্রধানমন্ত্রী এদিন ছবি শেয়ার করে দেশবাসীকে বিদেশ ভ্রমণের বদলে অনুরোধ করেছিলেন লাক্ষাদ্বীপ ঘুরে দেখার জন্য।

এই ঘটনার সূত্র ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মলদ্বীপের বেশ কয়েকজন সরকারি কর্তা কটু ভাষায় আক্রমণ করেন। তাঁদের বক্তব্য তিনি মলদ্বীপ থেকে পর্যটকদের নজর সরাতেই এমন কাজ করেছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে এরূপ কটাক্ষের পর খুব স্বাভাবিকভাবেই ভারতবাসী, মালদ্বীপ বয়কটের ডাক দেন। রাতারাতি বাতিল হয় বহু মালদ্বীপ যাওয়ার টিকিট। এই দলে রয়েছেন বলিউড স্টার থেকে সাধারণ মানুষও। বর্তমানে প্রত্যেকেরই মলদ্বীপ ছেড়ে ‘ড্রিম ডেস্টিনেশন’ বদলে গিয়ে হয়েছে লাক্ষাদ্বীপ।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Viral Video: গ্যাস লাইটার নয়, আঙ্গুল দিয়েই স্টোভ জ্বালাল যুবক! ভিডিওটি দেখলে চোখ কপালে উঠবে আপনারও

আপনিও কি সকলের মতো লাক্ষাদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করেছেন? তাহলে জেনে নিন সেখানে গিয়ে কী কী দেখবেন এবং কীভাবেই বা কাটাবেন ছুটি!

মোট ৩৬টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে তৈরি লাক্ষাদ্বীপ। লাক্ষা, আমিনদিভি, ও মিনিকয় দ্বীপপুঞ্জ নিয়ে প্রায় ৩২ বর্গমিটার অঞ্চল জুড়ে অবস্থিত লাক্ষাদ্বীপ।

লাক্ষাদ্বীপে (Lakshadweep) বেড়াতে যাওয়ার উপযুক্ত সময় কোনটি?

অক্টোবর-নভেম্বর

কত দিনের জন্য ঘুরতে যাওয়া যেতে পারে?

৫ থেকে ৬ দিন

(Lakshadweep) পাশাপাশি কী কী দেখার জায়গা রয়েছে?

আগাত্তি দ্বীপপুঞ্জ: এটি লাক্ষাদ্বীপের প্রবেশদ্বার। এখানে সুইমিংস, স্নরকেলিং, কায়াকিং এর মতো বিভিন্ন ওয়াটার স্পর্টসের সুযোগ রয়েছে।

বাঙ্গারাম দ্বীপপুঞ্জ: এখানে এশিয়ান ডলফিন, ফ্রগফিশ এবং অক্টোপাস দেখতে পাবেন পর্যটকেরা। এছাড়াও এই সমুদ্র সৈকতের বিশেষ আকর্ষণ হল প্রবাল বালির কারণে রাতে সমুদ্র সৈকত নীল হয়ে ওঠে।

কালপেনি দ্বীপপুঞ্জ: রয়েছে স্বচ্ছ নীল জল আর দিগন্ত বিস্তৃত নীল আকাশ।

কাভারাত্তি দ্বীপপুঞ্জ: এখানে রয়েছে মারিন অ্যাকোরিয়াম, উজরা মসজিদ।

আপনি যদি প্রকৃতিপ্রেমী হন কিংবা এডভেঞ্চার করতে ভালোবাসেন তাহলে নিঃসন্দেহে লাক্ষাদ্বীপ আপনার প্রিয় জায়গার মধ্যে একটি হয়ে উঠতে চলেছে। সবচেয়ে বড় ব্যাপার মালদ্বীপের মতো এখানে যেতে পকেট থেকে খসাতে হয় না অনেক টাকা, বলতে পারেন এটি একপ্রকার বাজেট ফ্রেন্ডলি ড্রিম ডেস্টিনেশন।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button