Viral

Pregnancy Scam: টাকার লোভে ১৭ বার অন্তঃসত্ত্বা হওয়ার দাবি ৫০ বছরের মহিলার! জানুন আসল ঘটনা

সম্প্রতি টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ হারিয়ে ফেলেছে নিজের মানবিকতা বোধ। কখনো সামনে আসছে টাকার জন্য নিজের ছেলে মেয়েকেও খুন করার মতো জঘন্যতম ঘটনা।

Google News

Pregnancy Scam: আজকাল মানুষ টাকা পয়সার লোভে কত কিছুই না করতে পারেন। ইতিমধ্যেই এমন ঘটনা সামনে এসেছে বারংবার। সম্প্রতি টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ হারিয়ে ফেলেছে নিজের মানবিকতা বোধ। কখনো সামনে আসছে টাকার জন্য নিজের ছেলে মেয়েকেও খুন করার মতো জঘন্যতম ঘটনা। আবার কখনো সামনে আসছে আরো ভয়ংকর কিছু দৃশ্য।

আরও পড়ুন: Ramlala Viral Video: পুরোটাই শিল্পের খেল, এ কেমন রঙ্গোলি! জলের উপর ভাসছে রামলালার মুখ?

সম্প্রতি টাকার লোভে পড়ে যে ঘটনাটি সামনে এসেছে তা একেবারে অন্যরকম। যে কারো শুনলে মনে হতেই পারে প্রথমে, মানুষ এমন কাজও করতে পারে! তবে ঘটনাটি এখানকার নয়, ঘটনাটি ঘটেছে ইতালিতে।

সূত্র জানা গিয়েছে, সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা পাওয়ার জন্য একটি মহিলা এতটাই উদগ্রীব হয়ে গিয়েছিলেন যে নিজেকে মোট ১৭ বার অন্তঃসত্ত্বা হওয়ার দাবি জানিয়েছিলেন সরকারের কাছে। সেই মহিলার বয়স ৫০ বছর। বারবারা লোয়েল মোট চব্বিশ বছর ধরে করে গিয়েছেন অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয়। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন এর মধ্যে মোট ১২ বার তার গর্ভপাত হয়েছে এবং তিনি পাঁচ জনের মা হয়েছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

২৪ বছর ধরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করতে করতে তিনি সরকারের তরফ থেকে হাতিয়ে নিয়েছেন মোট ৯৮ লক্ষ টাকা। সন্তানদের রক্ষণাবেক্ষণ এবং দেখ-ভালের জন্য বিশেষ ভাতা পেয়েছেন সরকার থেকে। কর্মক্ষেত্রে কর্মবিরতি নেওয়ার জন্য দিনের পর দিন দেখিয়েছেন অন্তঃসত্ত্বা হওয়ার অজুহাত। নিয়েছেন একাধিক সুযোগ-সুবিধা।

আপাতত সেই মহিলা রয়েছেন পুলিশের হেফাজতে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর ২৪ বছর ধরে যে অভিনয় করেছিলেন মহিলাটি এখনো অবধি তিনি একজনেরও মা হননি। বারবারা রোমের একটি ক্লিনিক থেকে চুরি করেছিলেন জন্মের প্রমাণ পত্র। শুধু তাই নয় ব্যাপারটি বিশ্বাসযোগ্যতা করার জন্য জন্মের প্রমাণপত্র জাল করিয়েছিলেন তিনি। এর আগে তিনি ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে তার সর্বকনিষ্ঠ সন্তানের জন্ম হয়েছে। তবে সেই সময় তিনি ঘুনাক্ষরেও জানতে পারেননি তার ওপরে রয়েছে পুলিশি নজরদারি।

নিজেকে অন্তঃসত্ত্বা দেখানোর জন্য বরাবর ব্যবহার করে এসেছেন বালিশ। নকল করেছেন অন্তঃসত্ত্বা মহিলাদের মতো হাঁটাচলা খাওয়া-দাওয়া ভঙ্গিমা। পুলিশের সামনে ইতিমধ্যেই নিজেদের পুরো গোটা চক্রান্তের কথা স্বীকার করে নিয়েছেন তাঁর সঙ্গী ডেভিড পিজ্জিনাতো। মহিলার বিরুদ্ধে করা হয়েছে বিশেষ মামলা। এতকিছুর পরেও মহিলা নিজের বক্তব্যে রয়েছেন অনড়। এই জালিয়াতির জন্য তার এক বছর ছয় মাসের জেল হয়েছে আপাতত।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button