TechInformative

Instagram Night-Time Nudges: রাত হলেই বন্ধ করতে হবে রিল দেখা, পেরেন্টাল কন্ট্রোল লাগাচ্ছে মেটা

এই সোশ্যাল মিডিয়ার অবাধ বিচরণে বাড়ছে একের পর এক প্রতারণামূলক ঘটনা।

Google News

Instagram Night-Time Nudges: বর্তমানে সোশ্যাল মিডিয়া যেন ‘সব পেয়েছি মাঠ’। যাই চাই না কেন তাই নিমেষের হাতের মধ্যে পেয়ে যাই আমরা। এই সোশ্যাল মিডিয়ার অবাধ বিচরণে বাড়ছে একের পর এক প্রতারণামূলক ঘটনা। এরই সঙ্গে নাবালক নাবালিকারা হয়ে উঠছেন অল্প বয়সেই লাগাম ছাড়া। 18 বছর না হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা যায় না সব ছবি অথচ সামাজিক মাধ্যমে দৌলাতে সবই তাদের নাগালে এসে যাচ্ছে সহজেই।

Instagram Facebook এর যুগে বেড়েই চলেছে রিল দেখার মত ঘটনা। দিনের পর দিন বাড়ছে রাত জেগে রিল দেখার প্রবণতা। সমাজমাধ্যমে স্ক্রল করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় বুঝতে পারেন না অনেকেই। সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ তরুণ প্রজন্মের মধ্যেই রাত জেগে রিল দেখার এই প্রবণতা বেড়ে গিয়েছে কয়েকগুণ। বাবা মায়ের চোখের আড়ালে কিংবা কম্বলের তলায় ঘুমের ব্যাঘাত ঘটিয়ে রিল (Instagram Night-Time Nudges) দেখেই কাটিয়ে দেন অনেকে।

আরও পড়ুন: Sourav Ganguly: জামাল কুদু, দাদাগিরির মঞ্চেই গানের তালে নাচ সৌরভ গাঙ্গুলীর! ভাইরাল ভিডিও

সঠিক ঘুম না হওয়ায় দেখা যাচ্ছে, বেড়ে চলেছে শারীরিক এবং মানসিক ভারসাম্য নষ্টের মতো ঘটনা। প্রত্যেকের জীবনযাপনের খেয়াল রাখতেই মেটা (Meta) এবার আনতে চলেছে। নাইট টাইম নাজের ব্যবস্থা। যেখানে দাবি করা হয়েছে, এই পদ্ধতিতে একটানা ১০ মিনিটের বেশি রিল দেখলেই instagram থেকে স্বয়ংক্রিয়ভাবেই মনে করিয়ে দেওয়া হবে সেই অ্যাপ বন্ধের কথা (Instagram Night-Time Nudges)। যতক্ষণ না ব্যবহারকারীর দ্বারা সেই অ্যাপ বন্ধ হচ্ছে ক্রমাগত দেখাতে থাকবে সেই মেসেজ।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

What is Instagram Night-Time Nudges?

এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা ব্যবহারকারী কে ১০ মিনিটের বেশি রিল দেখলেই সেই অ্যাপ বন্ধের জন্য বারবার মেসেজ পাঠাতে থাকবে।

এছাড়াও ‘প্যারেন্টাল কন্ট্রোল’ এর মত গুরুত্বপূর্ণ ফিচারস এর ঘোষণা করেছিল মেটা আগেই। তবে এই পেরেন্টাল কন্ট্রোল কী? কী কী সুবিধা রয়েছে এই পেরেন্টাল কন্ট্রোলে?

  • এই বিশেষ পদ্ধতির দ্বারা বাবা মায়েরা সহজেই আন্দাজ করতে পারবেন তাদের সন্তান কতক্ষণ ইন্সটাগ্রাম কিংবা ফেসবুকের মত অ্যাপে সময় কাটিয়েছেন।
  • এই পদ্ধতি অনুসারে সন্তানেরা বেশিক্ষণ অনলাইন থাকলে অভিভাবকের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশনও পাঠানো হবে সেই অ্যাপের তরফ থেকে।
  • সন্তান কাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সামাজিক মাধ্যমে তাঁরা কী কী বিষয় দেখছেন সেই সম্পর্কেও অবগত থাকবেন বাবা-মায়েরা এবং নিয়ন্ত্রণ রাখতে পারবেন তাঁরা।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?