News

Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনের দিন কখন খুলবে ব্যাঙ্ক?

Google News

Ram Mandir Inauguration: রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অর্ধদিন বন্ধ থাকবে ব্যাংক সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা! হাতে গোনা মাত্র দুদিন। তারপরই উপস্থিত হবে সেই মাহেন্দ্রক্ষণ। ২২শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এইদিন প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে। ইতিমধ্যে সেজে উঠেছে অযোধ্যা সহ দেশের বিভিন্ন প্রান্ত। রামের ছবি দিয়ে সাজানো হচ্ছে বিভিন্ন জায়গা আবার কোথাও প্রজেক্টরে দেখানো হবে রামের ছবি। রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এইবার অর্ধেক দিন বন্ধ থাকবে দেশের সকল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ইনস্যুরেন্স সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন দুপুর ২:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে সকল ব্যাঙ্ক। পূর্বে সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং- এর তরফে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় সরকারের শিল্প সংস্থাকে অর্ধদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আর তারপরই ব্যাঙ্ক খোলা রাখার বিষয়েও উপরিক্ত নির্দেশিকা জারি করেছে অর্থমন্ত্রক।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, “২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উদযাপন হবে গোটা দেশে। কর্মীরা যাতে সেই উদযাপনে অংশ নিতে পারেন, সে জন্য কেন্দ্রীয় সরকারি অফিস, সংস্থা, কারখানাগুলি অর্ধেক দিন (দুপুর ২.৩০ পর্যন্ত) বন্ধ থাকবে।”

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: রামলালার মূর্তি স্থাপন অযোধ্যার রাম মন্দিরে; প্রকাশ্যে ছবি

বর্তমানে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) শেষ পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে। ১৬ই জানুয়ারি থেকে বিভিন্ন আচারবিধিও পালন করা হচ্ছে। ইতিমধ্যে রামলালার মূর্তি প্রবেশ করেছে মন্দিরের গর্ভগৃহে। বৈদিক স্তোত্র উচ্চারণ ও জয় শ্রী রাম ধ্বনি সহযোগে মন্দিরে প্রবেশ করেন রামলালার বিগ্রহ। ২২শে জানুয়ারি বিশেষ পুজোর দ্বারা রামলালার (Ram Mandir Inauguration) প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূরদর্শনে সম্প্রচারিত হবে সেই মুহূর্তের ছবি। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সেই মাহেন্দ্রক্ষনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাতে সামিল হতে আগ্রহী প্রচুর কেন্দ্রীয় কর্মী। যার কারণে কেন্দ্রের কাছে অফিস ছুটির আবেদন গিয়েছিল প্রচুর পরিমাণে। কর্মীদের সেই অনুরোধ মঞ্জুর করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বেসরকারি ব্যাঙ্কগুলি অর্ধদিবস বন্ধ থাকবে কি না! সেই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে কিনা তা জানতে নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে হবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Ram Mandir Inauguration

 

View this post on Instagram

 

A post shared by 𝗥𝗮𝗺 𝗠𝗮𝗻𝗱𝗶𝗿 𝗔𝘆𝗼𝗱𝗵𝘆𝗮 🚩 (@ayodhya.ram.mandir)

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button