News

Ayodhya Ram Mandir: রামলালার মূর্তি স্থাপন অযোধ্যার রাম মন্দিরে; প্রকাশ্যে ছবি

বুধবার রামলালার প্রতীকী মূর্তি স্থাপন করা হয় অযোধ্যার গর্ভগৃহে।

Google News

Ayodhya Ram Mandir: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। ২২শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। ইতিমধ্যে সেজে উঠেছে অযোধ্যা সহ দেশের বিভিন্ন প্রান্ত। ছবি আঁকা শুরু হয়েছে অযোধ্যার দেওয়ালে। বিভিন্ন জায়গা সেজে উঠছে রামের ছবি দিয়ে। দেশজুড়ে যেন আবেগের ঘনঘটা। ঠিক তার আগেই মন্দিরে এল রামলালার নতুন মূর্তি। বিশালাকার ক্রেন দিয়ে মন্দিরে বসানো হয়েছে এই মূর্তি। ২০ রকমের পূজা পাঠের মাধ্যমে গর্ভগৃহে প্রবেশ করেছে রামলালার মূর্তি। এই মূর্তির বিভিন্ন আচার অনুষ্ঠান চলবে ২২শে জানুয়ারি পর্যন্ত।

বুধবার রামলালার প্রতীকী মূর্তি স্থাপন করা হয় অযোধ্যার গর্ভগৃহে। সেখানকার পুরোহিতরা এই প্রক্রিয়াকে পরিসর ভ্রমণ বলে থাকেন। বৃহস্পতিবার ভোরে কষ্টিপাথরের তৈরি এই মূর্তিকে গর্ভগৃহে প্রবেশ করানো হয়। মন্দিরের উপাসকরা বৈদিক স্তোত্র উচ্চারণ এবং জয় শ্রীরাম ধ্বনি সহযোগে মন্দিরে প্রবেশ করান রামলালাকে। এরপরই মুখ ঢাকা মূর্তির ছবি প্রকাশ্যে আসে। প্রাণ প্রতিষ্ঠার পর আগামী ২২ তারিখ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে রামলালার মূর্তি। অরুণ ভাস্করের তৈরি এই মূর্তির ওজন ১৫০-২০০ কেজি। রামলালার মূর্তিটি রক্ষার দায়িত্বে আছেন এটিএস কমান্ডোরা। এছাড়াও রয়েছেন ২০০ জন পিএসি কর্মী।

১৬ জানুয়ারি থেকে বিভিন্ন আচার বিধি পালন শুরু হয়ে গিয়েছে। আজ থেকে ব্রহ্মচর্য ব্রত পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।লেজার লাইটের মাধ্যমে রামের ছবি দেখানো হবে দেরাদুন শহরের ক্লক টাওয়ারে। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে মুম্বাইয়ের দাদারের শিবাজি পার্ক সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। উত্তরপ্রদেশের বেরেলির সুগন্ধি ব্যবসায়ীরা অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বিশেষ সুগন্ধি এবং কেসর ‘ধুপ’ প্রস্তুত করেছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

প্রসঙ্গ উল্লেখ্য, বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠার পর আরো সাত দিন ধরে চলবে পূজাপাঠ। পূজার যাবতীয় নিয়ম পালন করবেন ১২১ জন আচার্য। ২২ তারিখ বেলা ১২টা ২০ মিনিট প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের শুভারম্ভ হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকারা এমনকি খেলোয়াড়রা। নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি সহ আরো অনেকে। সর্বমোট নিমন্ত্রিতের সংখ্যা ৭হাজার।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button