News

International Women’s Day: নারীর চোখে সুখের সঠিক সংজ্ঞা কী?

International Women's Day: প্রতি বছর ৮ই মার্চ নারী দিবস পালন করা হয়ে থাকে।

Google News

International Women’s Day: প্রতি বছর ৮ই মার্চ নারী দিবস পালন করা হয়ে থাকে। সমাজে নারীর ভূমিকাকে সম্মান জানাতে এই দিন পালন করা হয়ে থাকে। বর্তমান দিনে সবক্ষেত্রেই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন নারীরা। যদিও এখনও পর্যন্ত সমাজে নারীকে পুরুষের সমকক্ষ বলে মনে করা হয়না। তবে যত দিন যাচ্ছে নারীরা তাঁদের অধিকার সম্পর্কে যে সচেতন হচ্ছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: Robot Viral: মহিলাকে অশোভন টাচ করল রোবট, ভিডিও দেখে হতবাক হবেন

প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্নভাবে নারী দিবস পালিত হয়ে থাকে। কোথাও নারীদের জন্য সেমিনার, সমাবেশ, বিশেষ ভ্রমণের পরিকল্পনা করা হয়ে থাকে আবার কোথাও নারীদের পোশাকের ক্রয়মূল্যে ছাড় দেওয়া হয়ে থাকে। মহিলাদের জন্য এই দিনটি অত্যন্ত আনন্দের। কিন্তু সত্যিই কি নারীরা খুশি? অনেকেই মনে করেন নারীরা টাকা, গয়না, শাড়ি পেলেই খুশি। তবে নারীর আসল সুখ কী! তা কেউ জানেন না। আসলে সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কিন্তু এমন কিছু জিনিস আছে যা নারীকে খুশি করে তোলার জন্য যথেষ্ট।

আরও পড়ুন: Hand Transplant: একজনের শরীরে অন্যের হাত জুড়ে সৃষ্টি করলেন ইতিহাস, দিল্লির ডাক্তাদের কুর্নিশ দেশের

নারীর চোখে তাঁর পরিবারের সকলকে খুশি দেখা একপ্রকার আনন্দ। দামি কোনো উপহারের বদলে একটা গোলাপ তাকে অনেক বেশি খুশি করে তুলতে পারে। কোনো পুরুষ তাঁকে প্রকৃত সম্মান ও ভালোবাসা দিলে তাতেই নারীরা সুখ খুঁজে পান। তবে প্রাচীন কালের মতো আজকের দিনেও নানা ক্ষেত্রে নারীদের উপর একাধিক বিধিনিষেধ চাপানো হয়ে থাকে। যদিও সেইসব বাধা অতিক্রম করে আজ নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। আজকের দিনে এমন কোনো সেক্টর নেই যেখানে নারীরা কাজ করেন না।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আগেকার পুরুষ শাসিত সমাজ আজকের নারী শক্তি সম্পর্কে কিছুটা হলেও সচেতন হয়েছে এবং আশা করা যায় ভবিষ্যতে আরো সচেতন হবে। তাই বলাই যায় যে আজকের দিনে নারীরা আক্ষরিক অর্থেই আধুনিক জীবনযাপন করছেন। তবুও আজকের দিনে এমন অনেক পুরুষ আছেন যারা নারীর সাফল্য ও কৃতিত্ব দেখে ঈর্ষান্বিত হয়। নারীত্বকে বারবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এরপরও নারীদের মধ্যে রয়েছে সহানুভূতি, সংবেদনশীলতা, সহযোগিতা ও ধৈর্য। যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button