Informative

Madhyamik Routine 2025: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার রুটিন! জেনে নিন কবে পড়েছে কোন পরীক্ষা

Google News

Madhyamik Routine 2025: ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক। আগামী ১৬ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হতে না হতেই পাক্কা এক বছর আগেই ঘোষণা হয়ে গেল মাধ্যমিক 2025 এর নতুন রুটিন।

আজ সোমবার বিকাশ ভবনে মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি এক সাংবাদিক বৈঠক দেখে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন এর ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছেন।

আরও পড়ুন: Viral News: কাতারে এবার ভারতের জয়, মৃত্যুর মুখ দিয়ে ফিরে এলেন নৌসেনারা! প্রশংসিত যে ব্যক্তি

আসছে বছরের মাধ্যমিক শুরু হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে পরের বছরের মাধ্যমিক কখন থেকে শুরু হবে সে ব্যাপারে খোলাখুলি বক্তব্য রাখেননি কেউই। চলতি বছরের মাধ্যমিকের সময়ে এগিয়ে আনা হয়েছিল বেশ অনেকটাই।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Mithun Chakraborty: এখন কেমন আছেন অভিনেতা! নিজের চোখেই দেখে নিন ভিডিওতে

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় তিন লক্ষ বেশি। গতবছর অর্থাৎ ২০২৩ সালের রেকর্ড অনুযায়ী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৭ লক্ষ পরীক্ষার্থী। তবে ২০২৫ সালে কতজন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছেন তাই এখন দেখার!

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য খুশির খবর, স্কুলে যেতে বিশেষ সুবিধা দিতে চালু হচ্ছে Cycle Poshak Yojna 2024!

Madhyamik Routine 2025

১) ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার): প্রথম ভাষা।

২) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় ভাষা।

৩) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।

৪) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।

৫) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।

৬) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।

৭) ২২ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।

৮) ২৪ ফেব্রুয়ারি (সোমবার): ঐচ্ছিক বিষয়।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button