Viral

Viral News: কাতারে এবার ভারতের জয়, মৃত্যুর মুখ দিয়ে ফিরে এলেন নৌসেনারা! প্রশংসিত যে ব্যক্তি

Google News

Viral News: ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আট জন ভারতীয় প্রবীণ নৌবাহিনীর সৈনিক। এই ঘটনার কয়েক মাস পরে সোমবার কাতারি আদালত তাঁদের মুক্তি দিয়েছে। তাঁদের মুক্তি এভাবে নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন সকলেই।

কাতারে মোট 18 মাস কারাবাস অধীন ছিলেন তাঁরা। কারাবাসের পর নৌবাহিনীর প্রবীণরা ভারতে ফিরে আসেন। তাঁরা বলেছিলেন, তাদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে কূটনৈতিক প্রচেষ্টা সঠিক না হলে তাঁদের মুক্তি দেওয়া হত না। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁরা সকলে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে ফেটে পড়েন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

একজন কর্মকর্তা বিখ্যাত সংবাদ সংস্থা এএনআইকে বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ ছাড়া আমরা মুক্ত হতে পারতাম না। আমরা আজ আপনার সামনে দাঁড়াতে পারতাম না যদি তাঁর অক্লান্ত প্রচেষ্টা এবং সর্বোচ্চ স্তরের হস্তক্ষেপ আমাদের পেতে না হত।”

Viral News

নৌবাহিনীর আরেক অভিজ্ঞ সেনাও কাতারের আমির শেখ তামিম বিম হামাদ আল থান্দকে তাঁদের মুক্তির জন্য ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা এই প্রসঙ্গে জানান, “আমরা ফিরে আসতে পেরে খুবই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যক্তিগত আগ্রহ না নিলে এটা সম্ভব হতো না। আমি কাতারের আমিরকেও তার ব্যক্তিগত সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানাই।”

আরও সংযোজন, “আমরা ভারতে আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরে আসার জন্য 18 মাস অপেক্ষা করেছি। আমাদের ফিরে পাওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী মোদি এবং কাতারের আমিরের যৌথ প্রচেষ্টা ছাড়া আমরা এই দিনটি দেখতে পেতাম না। দুই নেতা যে ব্যক্তিগত সমীকরণগুলি ভাগ করে তাও আমাদের মুক্তিতে সহায়তা করেছিল।” আরেকজন নৌবাহিনীর অভিজ্ঞ এমনটাই বলেছেন।

দোহা-ভিত্তিক প্রাইভেট ফার্ম আল দাহরা গ্লোবাল টেকনোলজিসে নিযুক্ত প্রাক্তন নৌবাহিনীর কর্মকর্তাদের 2022 সালের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল গুপ্তচরবৃত্তির অভিযোগে। কাতারের একটি আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেয় অক্টোবর মাসে।

আরও পড়ুন: Weather Update: সরস্বতী পূজার দিন দিনভর বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা

ডিসেম্বরে ভারতের হস্তক্ষেপে তাঁদের মৃত্যুদণ্ডকে পরিণত করা হয় কারাগারে। আটজন প্রবীণ- ক্যাপ্টেন নভতেজ গিল এবং সৌরভ বশিষ্ঠ, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, অমিত নাগপাল, এস কে গুপ্তা, বি কে ভার্মা এবং সুগুনাকর পাকালা এবং নাবিক রাগেশ–কে আটক করা হয়েছিল 2022 সালের অগস্টে।

আরও পড়ুন: Viral Video: ঐশ্বর্যের সঙ্গে উত্তাল নাচ অভিষেকের! পুরোনো ভিডিও দেখে থতমত খাচ্ছেন নেটিজেনরা

মিডিয়া রিপোর্ট অনুসারে, পূর্ণেন্দু তিওয়ারিকে দেওয়া হয়েছিল 25 বছরের কারাদণ্ড, নাবিক রাগেশকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তিন বছরের জন্য। প্রাক্তন নৌবাহিনীর চারজন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল 15 বছরের এবং অন্য দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল 10 বছরের।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button