Entertainment

Basabdatta: “ওঁর সঙ্গে আর কোনও দিন কাজ করব না।” কাকে দুষলেন বাসবদত্তা!

সম্প্রতি দর্শকেরা তাঁকে দেখছেন 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে। এরপর তাঁকে দেখা যাবে শক্তিরূপেণ ওয়েব সিরিজে।

Google News

Basabdatta: অভিনয় জগতে কাটিয়ে ফেলেছেন দীর্ঘ এক দশকেরও বেশি! প্রথম থেকেই বেছে বেছে কাজ করতে অভ্যস্ত অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। সম্প্রতি দর্শকেরা তাঁকে দেখছেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। এরপর তাঁকে দেখা যাবে শক্তিরূপেণ ওয়েব সিরিজে।

আরও পড়ুন: Madhyamik Exam Cancel: লাভ হল না কড়া নিরাপত্তা দিয়ে, ফাঁস হয়ে গেল মাধ্যমিকের এই প্রশ্নপত্র

এটি Basabdatta চ্যাটার্জির প্রথম ওয়েব সিরিজ। এক সংবাদমাধ্যম থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তিনি হঠাৎ করে এই ওয়েব সিরিজের রাজি হয়েছেন কেন! তাঁর প্রত্যুত্তরে অভিনেত্রী হেসে জানান, ‘‘গল্প এবং চরিত্র পছন্দ হয়েছিল। এর আগেও প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছি। কিন্তু দময়ন্তী চরিত্রটা একটু আলাদা।’’

আরও পড়ুন: Kolkata Viral Video: সোনার চেয়ে উজ্জ্বল তিলোত্তমা, দেখেছেন এই ভিডিওটি!

Basabdatta জানিয়েছেন চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রেও তাঁর নিজস্ব কিছু নিয়ম ও শর্ত রয়েছে। বাসবদত্তা আরও বলেন, ‘‘চরিত্রটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট চরিত্র হলেও আমার সমস্যা নেই। কিন্তু সেটা যেন মানুষের মনে দাগ কাটতে পারে সে দিকে খেয়াল রাখার চেষ্টা করি।’’ ছবিটা কেন অভিনেত্রীকে কম দেখতে পাওয়া যায়! এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে তিনি জানান, ‘‘যখন চুটিয়ে সিরিয়াল করতাম, ডেট এর সমস্যায় অনেক কাজ করতে পারিনি। আবার অনেকে ডাকবেন বলে পরে আর যোগাযোগ করেননি।’’

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন:Viral Video: বাইক লক থাকলেও চুরি হয়ে যায় কীভাবে? জেনে নিন এই বাস্তব ভিডিও দেখে 

এই কথা প্রসঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও। এক সময় ইন্ডাস্ট্রির এক প্রথম শাড়ির পরিচালক অভিনেত্রী থেকে সময় চেয়ে নিয়েছিলেন দশদিন। সেই কথা মত অভিনেত্রী সেই সময়কার চলতি ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পাননি কাজের সুযোগ। অভিনেত্রী সংযোজন, ‘‘খবরের কাগজে পরে জানলাম আমার জায়গায় অন্য কেউ সুযোগ পেয়েছে। আমি পরিচালককে কড়া ভাষায় মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম যে, ওঁর সঙ্গে আর কোনও দিন কাজ করব না।’’ বাংলা সিনেমার জগতে শিল্পীকে না জানিয়ে তাঁর পরিবর্তে অন্য কাউকে অনায়াসে নিয়ে নেওয়ার প্রবণতা বেশি। এমনটাই মনে করেন বাসবদত্তা। বলেন, ‘‘মুম্বইয়ের প্রচুর কাজের অডিশন দিই। কিন্তু নির্বাচিত না হলে বা অন্য কাউকে নিলে ওঁরা কিন্তু সেটা জানিয়ে দেন। কিন্তু ডেট নিয়ে তাঁকে ঝুলিয়ে রাখা অসভ্যতা বলেই মনে হয়। আর এখানে সেটা খুব বেশি হয়।’’

Basabdatta

অনেকেই অভিনেত্রীকে একটু নাক উঁচু স্বভাবের বলে দাগিয়ে দেন। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘যবে থেকে অভিনয়ে এসেছি, আমাকে এটা শুনতে হয়েছে। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবাই যে আমার প্রশংসা করবেন, এ রকম কোনও বিশ্বাস আমার নেই।’’ অভিনেত্রীকে নিয়ে যেকোনো আলোচনা তিনি ইতিবাচক হিসেবেই গ্রহণ করে থাকেন। তাঁর কথানুযায়ী, ‘‘আমাকে নিয়ে আলোচনা যিনি করছেন, নিশ্চয়ই আমি তাঁর কাছে গুরুত্বপূর্ণ!’’


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?