News

Ayodhya Trip: নিতান্তই স্বল্প খরচে ঘুরে আসুন অযোধ্যা, রইল পুরো প্ল্যানিং

রামমন্দির ছাড়াও উত্তর প্রদেশের একাধিক দর্শনীয় স্থানে অযোধ্যা থেকে ভ্রমণ করা যেতে পারে। আজকের প্রতিবেদনে সেই সকল দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Google News

Ayodhya Trip: আর কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। যার কারণে অযোধ্যা সফর নিয়ে মানুষের মনে আগ্রহ আরও দ্বিগুণ হচ্ছে। তবে অনেকেই মনে করেন অযোধ্যার একমাত্র দর্শনীয় স্থান রামমন্দির। আসলে তেমনটা নয়। রামমন্দির ছাড়াও উত্তর প্রদেশের একাধিক দর্শনীয় স্থানে অযোধ্যা থেকে ভ্রমণ করা যেতে পারে। আজকের প্রতিবেদনে সেই সকল দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

অযোধ্যার দর্শনীয় স্থানসমূহ: আর কিছুদিনের মধ্যেই অযোধ্যার সবথেকে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হতে চলেছে রামমন্দির। তবে এর পাশাপাশি হনুমা গাড়ি মন্দির, কনক ভবন মন্দির, সীতার রান্নাঘর, তুলসী সমারক ভবন মিউজিয়াম, আম্মাজি মন্দির রয়েছে যা পর্যটকরা ঘুরে দেখতে পারেন।

সরজূর তীর: অন্যতম আকর্ষণীয় স্থান এই সরজূ নদীর তীর। নতুন করে এই নদীর তীরটি সাজানো হয়েছে। পর্যটকদের আকর্ষিত করতে এখানে বোটিংয়ের সুবিধার পাশাপাশি রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডে গোটা রামায়ণ শুনতে পাবেন পর্যটকরা। কতদিন থাকবেন অযোধ্যায়?অযোধ্যা সফরের জন্য ২ দিন ৩ রাত উপযুক্ত। যার মধ্যে একদিন রাম মন্দির দর্শন এবং বাকিদিনগুলি অন্যত্র ঘোরার জন্য রাখা যেতে পারে। তবে মাত্র এক দিনেও গোটা অযোধ্যা ভ্রমণ করা সম্ভব।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

অযোধ্যা ভ্রমণের খরচ: বর্তমানে বিভিন্ন। ভ্রমণ সংস্থা আলাদা করে অযোধ্যা ভ্রমণের ব্যবস্থা করেছে। অযোধ্যা ভ্রমণের জন্য মাথা পিছু খরচ প্রায় ৭ হাজার টাকার। তবে ভ্রমণ সংস্থাগুলির প্যাকেজট্যুরে মাথা পিছু খরচ শুরু ৯ হাজার থেকে।

অযোধ্যার সঙ্গে ভ্রমণের স্থান: কেউ চাইলে অযোধ্যার সঙ্গে কাশী ঘুরে দেখতে পারেন আবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌ ভ্রমণও করতে পারেন।কীভাবে যাবেন অযোধ্যা? কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার ট্রেন ইতিমধ্যেই শুরু হয়েছে। শুরু হয়েছে বিমান পরিষেবাও। অন্যদিকে রোড ধরে গাড়ি নিয়েও অযোধ্যা পৌঁছে যাওয়া যাবে। অযোধ্যার বাল্মীকি বিমান বন্দর সঙ্গে রেল স্টেশনকেও নতুন করে ঢেলে সাজানো হয়েছে।

অযোধ্যা সফরের উপযুক্ত সময়: অযোধ্যা সফরের উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, রাম মন্দিরের জন্য গোটা অযোধ্যাকেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে একাধিক হোটেল, মিউজিয়াম। পর্যটকদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য যাতায়াত ব্যবস্থাকেও ঢেলে সাজানো হয়েছে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button