Entertainment

Kanchan Sreemoyee: রাতে কিছুতেই ঘুমাতে দেন না কাঞ্চন! বিয়ের দু’মাস হতে না হতেই বড় অভিযোগ

Kanchan Sreemoyee: বিয়ের এখনও দু'মাস অতিক্রান্ত হয়নি। এখনও নবদম্পতি কাঞ্চন ও শ্রীময়ী। তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি।

Google News

Kanchan Sreemoyee: বিয়ের এখনও দু’মাস অতিক্রান্ত হয়নি। এখনও নবদম্পতি কাঞ্চন ও শ্রীময়ী। তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি। যদিও কোনো কিছুকেই বিশেষ পাত্তা দেননা কাঞ্চন ও শ্রীময়ী। বিয়ের পর থেকেই মাঝেমধ্যেই কাঞ্চনকে নিয়ে লাইভে আসেন শ্রীময়ী। সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই তাদের সুখে গৃহকোণে ছবি দেখা যায়। এইবার মধ্যরাতে স্বামী স্ত্রীর খুনসুটির মুহূর্ত সকলের সামনে আনলেন শ্রীময়ী।

আরও পড়ুন: Mithijhora: স্রোতকে সবার সামনে প্রপোজ করল সার্থক! প্রকাশ্যে ধামাকা পর্ব

কম্বলের তলায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। কিন্তু তার ঘুম আসছে না আর তাকে ঘুম পাড়াতেই অভিনব উপায় বার করেছেন কাঞ্চন। বিগত কয়েকদিন শ্রীময়ীর শরীর খারাপ থাকায় সকলেই তাকে একটু যত্নে রাখছে। কখনো মা ভাত খাইয়ে দিচ্ছে আবার কখনো দিদির মেয়ে আদর করছে তাকে। এইসব মিষ্টি মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তিনি। নিজের স্বামীও কিন্তু তার কেয়ার করতে পিছপা হননা। এইবার সেই ছবিই ফুটে উঠল সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন: SBI Life Grameen Bima Plan: মাত্র ৩০০ টাকা জমিয়ে মিলবে মোটা অংকের রিটার্ন, বাম্পার অফার দিচ্ছে SBI

ঘড়ির কাঁটা ১২টা পার করে গেলেও ঘুম আসছে না শ্রীময়ীর। অভিনেত্রী বলছেন ‘‘কী হচ্ছে? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে। রাত্রে যখন ঘুম আসে না, তখন গল্প পড়ে শোনায়।’’ যদিও এখানে শ্রীময়ী একা নন তার দিদির মেয়েরাও কাঞ্চনের গল্প পড়া মন দিয়ে শুনছিলেন। কম্বলের তলায় শুয়ে রয়েছেন শ্রীময়ী বাড়ির রাতপোশাকে দেখা যাচ্ছে কাঞ্চনকে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Katla Fish Korma: গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন কাতলা মাছের কোর্মা, রইল রেসিপি

হাতে গল্পের বই নিয়ে পড়ছেন আর এর মধ্যে শ্রীময়ী যে ভিডিয়ো করছেন, কাঞ্চনের তার দৃষ্টিগোচর হয় অনেক পরে। এই ভিডিয়োর বিবরণীতে অভিনেত্রী লেখেন, ‘‘রাতে ঘুম আসছে না, তাই গল্পের বই পড়ে শোনাচ্ছে আমার মিস্টার মল্লিক।’’

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?