News

WB Summer Vacation List 2024: রাজ্যে গরমের ছুটির ঘোষণা, কত দিন ছুটি থাকবে? জেনে নিন

WB Summer Vacation List 2024: চৈত্রের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।

Google News

WB Summer Vacation List 2024: চৈত্রের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছে বঙ্গে। ইতিমধ্যে বেলার সময় বাইরে বেরোনো দায় উঠেছে সাধারণ মানুষের পক্ষে। এই দাবদাহ গরমে বয়স্ক থেকে বাচ্চা শরীরকে সুস্থ এবং হাইড্রেট রাখতে সকলকেই নির্দেশ দেওয়া হচ্ছে। গরমে বাচ্চাদের কথা ভেবে ছুটি ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। জানেন এই বছর কবে থেকে ছুটি পড়বে (WB Summer Vacation List 2024)!

WB Summer Vacation List 2024

আরও পড়ুন: LIC New Scheme: প্রত্যেক মাসে পাবেন ১২,০০০ টাকা পেনশন, আজই আবেদন করুন এই স্কিমে

জেনে নিন, কবে থেকে ছুটি পড়বে?

আগামী ৬ই মে থেকে গরমের ছুটি পড়বে যা চলবে ২রা জুন পর্যন্ত (WB Summer Vacation List 2024)।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

জানুন, প্রতি বছর কবে থেকে ছুটি পড়ে?

প্রতি বছর ৯ই মে থেকে ২০শে মে পর্যন্ত গরমের ছুটি থাকে। কিন্তু এই বছর লোকসভা ভোটের জন্য শিক্ষার্থীরা সেই ছুটি পাবে ৬ই মে থেকে। প্রাথমিক থেকে শুরু করে সব স্কুলেই গরমের ছুটি বহাল থাকবে।

জানা গিয়েছে ২রা জুন থেকে পুনরায় স্কুল চালু হবে এবং ৩রা জুন থেকেই ক্লাস শুরু হবে ছাত্র-ছাত্রীদের। তবে লোকসভা ভোটের ফলাফল নির্ধারিত হবে ৪ঠা জুন। সেইদিন স্কুল বন্ধ থাকবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কোনদিন কোন অঞ্চলে ভোট থাকবে?

রাজ্যে ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১লা জুন মোট সাত দফায় ৪২টি লোকসভা আসনে নির্বাচন হবে। আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১লা জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রথম পর্যায়ের নির্বাচন এবং ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দ্বিতীয় দফার নির্বাচন হবে।

৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদে তৃতীয় দফার নির্বাচন এবং ১৩ মে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। ২০ মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগে পঞ্চম দফার নির্বাচন।

এছাড়াও ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়্গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কেন্দ্রে। ১লা জুন সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।
Back to top button