Informative

Flipkart UPI: গুগল-ফোন পে অতীত, এবার অনলাইন লেনদেন করুন পছন্দের ফ্লিপকার্ট থেকেই!

Flipkart UPI: পেটিএম এর মতো শেষ হতে চলেছে গুগল পে ফোন পে এর দিন!

Google News

Flipkart UPI: পেটিএম এর মতো শেষ হতে চলেছে গুগল পে ফোন পে এর দিন! রীতিমতো মাথায় হাত সকলের। সামনে এসেছে এমন এক খবর যা শুনে সবাই প্রায় ভাবছেন হয়তো পেটিএম এর মতো এবার বন্ধ হতে পারে ফোন পেয়ে গুগল পেয়ে সব অ্যাপগুলি।

বর্তমানে প্রত্যেকেই হয়ে উঠেছেন ইউপিআই নির্ভরশীল (Flipkart UPI)। করোনা মহামারীকে কেন্দ্র করে বেড়েছে ইউপিআই অ্যাপ গুলোর জনপ্রিয়তা। সম্প্রতি জানানো হয়েছে ফ্লিপকার্ট থেকেও শুরু করতে চলেছে ইউপিআই পরিষেবা। যেই ইউপিআই প্রোগ্রামের পার্টনারশিপে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ফ্লিপকার্ট থেকে ইউপিআই পরিষেবা শুরু করা হলে অনলাইন পেমেন্ট সেক্টরে বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে এমনটাই আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Ileana: মা হওয়ার পর কেমন আছেন ইলিয়ানা! যা বললেন সোশ্যালে

ইতিমধ্যেই আরবিআই ঘোষণা করেছে পেটিএম পেমেন্ট ব্যাংক আর নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পারবে না। ফ্লিপকার্টের এই ঘোষণার পর গুগল পে এবং ফোনপের মধ্যে বেড়েছে চাপা উত্তেজনা। কারণ এই দুটো অ্যাপের পরিষেবাই আপাতত মানুষ নিয়ে থাকেন। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী জানা গিয়েছে, ভারতের ইউপিআই মার্কেটের সত্তর থেকে আশি শতাংশ দখল করে রেখেছে এই দু’টি অ্যাপ।

এবারে আসা যাক ফ্লিপকার্ট ইউপিআই (Flipkart UPI) চালু হলে কী কী সুবিধা পাবেন?

জানা যাচ্ছে, ফ্লিপকার্ট থেকে ইউপিআই পরিষেবা চালু হলে, ক্লাউড ভিত্তিক সুবিধা পাওয়া যাবে। এছাড়াও থাকছে ক্যাশব্যাক, সুপার কয়েন, ভাউচারের মতো সুবিধাও।

শোনা যাচ্ছে গুগল পে ফোন পে মধ্যে ইতিমধ্যেই বেড়ে গিয়েছে উত্তেজনা। ফ্লিপকার্ট থেকে কেনার সময় যদি কোনও গ্রাহক ফ্লিপকার্ট ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করেন তাহলে তিনি নাকি পেয়ে যাবেন অতিরিক্ত সুবিধা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা (Flipkart UPI) এর ঠিক কীভাবে সুবিধা নিতে পারবেন?

জানা যাচ্ছে ফ্লিপকার্ট ইউপিআই বর্তমানে উপলব্ধ রয়েছে একমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। যা শীঘ্রই আইওএস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে।

এবার জেনে নেওয়া যাক ফ্লিপকার্ট ইউপিআই (Flipkart UPI) এর সাহায্যে কীভাবে অর্থ প্রদান করা হবে!

প্রথমে গুগল প্লে স্টোর কিংবা এপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে flipkart অ্যাপের সর্বশেষ সংস্করণটি। তারপর শুধু ইন্সটল করে নিতে হবে নিজের ফোনে।

এরপর ফ্লিপকার্ট অ্যাপটি খুলে প্রত্যেকেই দেখতে পাবেন ফ্লিপকার্ট ইউপিআই এর ব্যানার। যেখানে প্রেস করার সঙ্গে সঙ্গেই যোগ করতে বলা হবে ব্যাংক একাউন্টের লিঙ্ক।

তারপর ব্যবহারকারীকে বেছে নিতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টটি। সম্পূর্ণ করতে হবে সমস্ত অফিসিয়াল প্রক্রিয়া।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button