Informative

বই খুলেই পরীক্ষা নেবে CBSE! নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন নিয়ম

এই বছরের শেষের দিকে হতে পারে এই পরীক্ষা। তবে এই প্রস্তাব নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের কী মতামত তা জানতে চেয়েছে।

Google News

CBSE: এবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারবেন বই খুলেই! ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের প্রস্তাব অনুযায়ী জানা গিয়েছে এমনটাই। জানা যাচ্ছে এই সংস্থা থেকে এবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বই খুলে পরীক্ষা দেওয়ার কথা বিবেচনা করছে সিবিএসই। সেই সংস্থা রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে নবম এবং দশম শ্রেণীতে ইংরেজি, অংক ও বিজ্ঞানের ক্ষেত্রে ওপেন বুক টেস্ট করানোর প্রস্তাব দিয়েছে। এছাড়াও দ্বাদশ এবং একাদশ শ্রেণীতে ইংরেজি বায়োলজি ও অংকের ওপেন বুক পরীক্ষার কথা জানানো হয়েছে। এই বছরের শেষের দিকে হতে পারে এই পরীক্ষা। তবে এই প্রস্তাব নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের কী মতামত তা জানতে চেয়েছে।

আরও পড়ুন: Ration Card Holders: রেশন কার্ড থাকলেই পাবেন এই বিশেষ সুবিধা, বড় পদক্ষেপ কেন্দ্রের

এর আগেও একবার ২০১৪-১৫ সাল থেকে ২০১৬-১৭ সাল পর্যন্ত নবম এবং একাদশ শ্রেণীতে চালানো হয়েছিল এই পরীক্ষা। পড়ুয়াদের মূল্যায়নের পর অনেক অভিভাবকরাই নিজেদের নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছিলেন। তারপরেও ফের আরও একবার একই পথে হাঁটছে সিবিএসই। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে হতে পারে এই ওপেন বুক পেস্ট পরীক্ষা। অন্যদিকে সিবিএসইর আধিকারিকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কোনওরকম ওপেন বুক পদ্ধতি চালু করার চিন্তাভাবনার নেই তাদের।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের কথায়, পড়ুয়াদের ওপর থেকে পড়াশোনার বিশেষ চাপ কমাতে এই পরিকল্পনার কথা আসলে ভাবা হচ্ছে। ২০২০ সালে যে শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল সেই শিক্ষানীতি অনুযায়ী বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হয়েছে এমনটাই জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি এই প্রসঙ্গে আরো জানান, পড়ুয়ারা যাতে অ্যাকাডেমিকভাবে এগিয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ পায় সেই কথা ভেবেই এমন প্রস্তাব রাখা হয়েছিল। তিনি বলেছেন দশম এবং দ্বাদশ শ্রেণী উভয় ক্ষেত্রেই দুই দফায় হতে পারে বোর্ডের পরীক্ষা এমনটাই চলছে চিন্তা ভাবনা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button