Informative

BPL Ghar Yojana 2024: বিনামূল্যের স্থায়ী বাড়ি দেবেন সরকার, এইভাবে করুন আবেদন নতুন স্কিমে

BPL Ghar Yojana 2024: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন।

Google News

BPL Ghar Yojana 2024: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই একের পর এক মাস্টার প্ল্যান এনে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ঘোষণা করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা। ওদিকে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন একাধিক নতুন প্রকল্প।

উত্তরপ্রদেশের বেশ কিছু জনপ্রিয় স্কিমে রাতারাতি বাড়িয়ে দেয়া হয়েছে 10,000 টাকা পর্যন্ত। এছাড়াও প্রধানমন্ত্রী প্রকাশ্যে এনেছেন সূর্য ঘর যোজনা মত বিনামূল্যে বিদ্যুৎ স্কিম। সম্প্রতি আরও এক নতুন স্কিম নিয়ে হাজির হয়েছেন তিনি। নাম দেওয়া হয়েছে বিপিএল ঘর যোজনা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

যে স্কিম অনুযায়ী জানা গিয়েছে, ভারতের প্রত্যেকটি মানুষকে দেওয়া হবে স্থায়ী ঘর। গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত কিংবা ধনী সকলেই পড়বেন এই স্কিমের আওতায়। তবে এই স্কিমের আওতায় পড়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হবে আবেদনকারীকে।

আরও পড়ুন: Ileana: মা হওয়ার পর কেমন আছেন ইলিয়ানা! যা বললেন সোশ্যালে

এই স্কিমের (BPL Ghar Yojana) আওতায় পড়ার জন্য আবেদনকারীকে কী কী শর্ত মেনে চলতে হবে এবারে তাই দেখে নেওয়া যাক এক ঝলকে!

১) আমাদের দেশ ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।

২) যে সমস্ত মানুষেরা দরিদ্র এবং মধ্যবিত্ত আওতায় পড়বেন, তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

৩) এই প্রকল্পের আওতায় পড়ার জন্য কোনও ব্যক্তির স্থায়ী নিজের বাড়ি থাকলে হবে না।

৪) এই প্রকল্প অনুযায়ী, যে সমস্ত ব্যক্তিরা সরকারি চাকরি করেন না তারা পাবেন এই এর সুবিধা।

এবারে দেখে নেওয়া যাক এই প্রকল্পের (BPL Ghar Yojana) সুবিধা নেওয়ার জন্য কী কী প্রয়োজনীয় নথি লাগবে আবেদনকারীর! 

  • একটি পাসপোর্ট সাইজ ছবি
  • আধার কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • প্যান কার্ড
  • জাত শংসাপত্র
  • আয় শংসাপত্র
  • বয়স শংসাপত্র
  • রেশন কার্ড
  • মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা মাথায় রেখেই, ভারত সরকার নির্ধারণ করেছে সরকার 2024-2025 এর লক্ষ্য। এই প্রকল্প অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তৈরি করা হবে এক কোটি বাড়ি। 

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button