News

Madhyamik Board Exam 2024: মাধ্যমিকের নয়া নির্দেশিকা জারি, জেনে নিন পর্ষদ কী বলছে

এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের তল্লাশি এবং মনিটরিং সংক্রান্ত বিভিন্ন নতুন নিয়মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সকলকে। বিশেষ বৈঠক হয়েছে পরিবহন দপ্তরের সঙ্গেও। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার শুরু হওয়ার পরেই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোনরকম বিভ্রান্তির সৃষ্টি না হয় সেই দিকে নজর রেখে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে ইতিমধ্যেই।

Google News

Madhyamik Board Exam 2024: আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক (Madhyamik Board Exam 2024) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকল পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেইজন্য প্রশাসনের তরফে প্রস্তুতি শুর করা হয়েছে। মুখ্য সচিব বিপি গোপালিকা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরীক্ষা হলে তল্লাশি ও মনিটরিং-এর ক্ষেত্রেও বিশেষ নিয়ম সম্পর্কে একটি বৈঠক করেছেন।

চলতি বছরে পরীক্ষা শুরুর সময় বাড়ানো হলেও মাধ্যমিক (Madhyamik Board Exam 2024) ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তাতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শনিবার নবান্নে শিক্ষা, পরিবহন, বিদুৎ ও পুলিশ দফতরের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা।

  • পরীক্ষা চলাকালীন জেলা ও মফস্বল এলাকায় যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে সেই দিকে নজর রাখতে বলা হয়েছে বিদ্যুৎ বিভাগকে।
  • গত বছরের মতই জঙ্গলমহল অঞ্চল বা উত্তরের জেলাগুলিতে পর্যাপ্ত ড্রপগেট, বনকর্মী ও হুলাপার্টি বহাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • এছাড়া পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রোধ করার দায়িত্বভার পুলিশ বিভাগের।
  • পরীক্ষা কেন্দ্রের প্রধান গেটের সামনে সিসি ক্যামেরা বসাতে হবে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন একজন পুলিশ কর্মী।
  • পরীক্ষার্থীদের মনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই কারণে কোনো পুলিশ পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট বা শরীরে হাত দিয়ে পরীক্ষা করতে পারবেন না।
  • পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট নিয়ে হলে প্রবেশ করেছে কিনা তা খতিয়ে দেখবেন পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা।
  • পরীক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে হলে প্রবেশ করতে পারবেনা (Madhyamik Board Exam 2024)।

আরও পড়ুন: Ram Mandir 500 RS Note: ৫০০ টাকার নোটে গান্ধীজির জায়গায় থাকবেন শ্রী রাম! ফের নোটবন্দি?

এই বছর পরীক্ষার সময় এগিয়ে দেওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join
  • এই আবহে সরকার পরীক্ষার দিনগুলিতে ভোর ৫টা থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
  • রেল দফতরকে প্রশাসনের তরফে চিঠি দিয়ে জানানোও হয়েছে যে পরীক্ষার দিনগুলিতে পূর্ব, দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে অতিরিক্ত ট্রেন চালাতে হবে।
  • অতিরিক্ত সরকারি বাস ও ফেরি ছাড়াও অন্যান্য বেসরকারি পরিবহনকেও সকাল থেকে সড়কে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?