Offbeat

Baby Names: জন্ম হয়েছে পুত্র সন্তানের! কী নাম দেবে ভাবছেন? রইল সমাধান

এই প্রতিবেদনে তুলে ধরা হলো আপনার বাড়িতে যদি কার্তিক আসে তাহলে আপনি তার ঠিক কি কি নাম রাখতে পারেন!

Google News

Baby Names: বাড়িতে এসেছে নতুন সদস্য! কি নাম রাখবেন তার? ভেবে পাচ্ছেন না কোনভাবেই! চিন্তা নেই আজকে আমাদের এই প্রতিবেদনে তুলে ধরা হলো আপনার বাড়িতে যদি কার্তিক আসে তাহলে আপনি তার ঠিক কি কি নাম রাখতে পারেন!

আরও পড়ুন: Basabdatta: “ওঁর সঙ্গে আর কোনও দিন কাজ করব না।” কাকে দুষলেন বাসবদত্তা!

List Of Baby Names

আয়াংশ- ভগবান রামকে নাকি এই নামে ডাকা হয়।

অভ্যায়ন- যার অর্থ হল নিখুঁত, কোনও খুঁত নেই।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

অনির্বেদ/ অনির্ভেদ- যার মানে সাহসী বা জয়ের ব্যাপারে নিশ্চিত।

আরও পড়ুন: IAS Success Story: অদম্য জেদ ও ইচ্ছা শক্তির জোর, কুলি থেকে UPSC জয় কেরালার বাসিন্দা শ্রীনাথের!

অনিক্রত- যার অর্থ উচ্চ বংশের বিবেকবোধ সম্পন্ন ছেলে।

আবির- এই নামের হিন্দি অর্থ হল ধৈর্যশীল বা ধীরস্থির।

আরও পড়ুন: These Food Gives To Your Child During Madhyamik: পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে সন্তানকে দিন এই খাবার!

আহিল- দশরথ পুত্র রামচন্দ্রকে এই নামে ডাকা হত।

ভাবীশ- ভবিশ নামটি গুজরাটিদের খুব পছন্দের। এই নামটির অর্থ হল অস্তিত্ব এবং একজন সর্বোচ্চ সত্তা যিনি জীবনের উৎস। ব্রভেশ নামটিও রয়েছে যার অর্থ ঈশ্বর যিনি জীবন দেন। আপনি আপনার ছেলের জন্য এই দুটি নামের যেকোনও একটি বেছে নিতে পারেন।

আরও পড়ুন: Madhyamik Exam Cancel: লাভ হল না কড়া নিরাপত্তা দিয়ে, ফাঁস হয়ে গেল মাধ্যমিকের এই প্রশ্নপত্র

হরজীব, হরজীবন ও হরজিন্দর- হরজীব মানে যিনি ঈশ্বরমুখী জীবন যাপন করে থাকে। যিনি ঈশ্বরের প্রতি নিবেদিত। হরজীবন নামের অর্থও একই। এই দুটি নাম একে অপরের সাথে খুব মিল। যেখানে হারজিন্দর মানে ঈশ্বর এবং স্বর্গের দেবতা প্রদত্ত জীবন।

আনাভ, আয়ু এবং আয়ুষ- আনাভ নামের অর্থ মানব এবং জীবনের গুণাবলীর সঙ্গে সম্পর্কিত। এর পরে আয়ু নামটি আসে যার অর্থ আয়ু, দীর্ঘ জীবন এবং বয়স। যেখানে আয়ুষ নামের অর্থ জীবন, আশীর্বাদ। এই তিনটি নাম একে অপরের সাথে মিল রয়েছে।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button