Offbeat

Optical Illusion: এখানেই লুকিয়ে আছে ভিন্ন ধরণের কিছু সংখ্যা, খুঁজে বের করুন মাত্র 5 সেকেন্ডে

Optical Illusion:

Google News

Optical Illusion: Optical Illusions Test: ধরুন নেটফ্লিক্সে একটা দারুন গা ছমছম করা ভূতের সিনেমা চালিয়েছেন। কফি হাতে তাকিয়ে আছেন ল্যাপটপের স্ক্রিনে। এমন সময় পাশের চেয়ারে চোখ যেতেই হৃদপিন্ড থেমে যাওয়ার অবস্থা। দেখলেন চেয়ারে সাদা চাদর নিয়ে কে বসে। লাইট জ্বালাতেই বুঝলেন ভূত প্রেত না এতো জামার স্তূপ!

পিলে চমকানো মতোন এমন ঘটনা প্রত্যেকের জীবনেই একবার না একবার ঘটেছে। এ আর কিছুই নয় আসলে এক ইলুশন। আলো ছায়ার কার সাজি এর জন্য দায়ী। বর্তমানে এই অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে আমি সেই নানা রকম Optical Illusions Test ভাইরাল হচ্ছে। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হচ্ছে নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আপাতদৃষ্টিতে ছবিটা এক রকম মনে হচ্ছে, আবার ছবির ধাঁধা খুঁজতে গেলে বোঝা যাচ্ছে তারমধ্যে লুকিয়ে আছে ধাঁধা। আসলে এই অপটিক্যাল ইল্যুশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কে তীক্ষ্ণতা পরীক্ষা নেয়া যায়। আজকে আপনার জন্য রইল এমনই এক Optical Illusions Test বা চোখের ধাঁধা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

একটি ভিজ্যুয়াল চ্যালেঞ্জ টুইটারে শেয়ার হয়েছে। এখানে দেখা যাচ্ছে একেরপর এক লাইন ধরে n অক্ষরটি লেখা। কিন্তু তারমাঝেই কিন্তু লুকিয়ে রয়েছে বেশ‌ কয়েকটি m. দেখুনতো খুঁজে পাচ্ছেন কি? ছবিটি একটি সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে যার ওপর n, m অক্ষরগুলি ছোট ও বোল্ড আকারে লেখা আছে।

এই অক্ষর গুলির বিন্যাস এমনভাবেই করা হয়েছে যাতে দর্শক প্রথম নজরে দুটির মধ্যে পার্থক্য করতেই না পারে। আর এখানেই চ্যালেঞ্জ। এই চোখের ধাঁধাটি এমনই একটি নজর পরীক্ষা। এমনিতে দেখতে সাধারণ এক ধাঁধা কিন্তু সমাধান করতে গিয়ে দেখা যাবে বেশ কয়েকবার গুলিয়ে যাব m আর n.

আপনার জন্যও কাউন্টডাউন শুরু হলো ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১.. কি খুঁজে পেলেন! কতগুলি ‘m’ চোখে পড়লো আপনার! এর উত্তর কেউ জানিয়েছে ২ কেউ বলেছে ১০. আপনি কয়টি খুঁজে পেলেন কমেন্টে আগে চটপট জানিয়ে ফেলুন দেখি। সঠিক উত্তরটিও শেষে কিন্তু দেওয়া থাকলো। সেটা দেখে মিলিয়ে নিন আর দেখুন Optical Illusions Test এ আপনি পাশ করলেন কীনা!

অনেকে বলেন অপ্টিক্যাল ইলিউশন ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষগুণ। এমনকি জানা যায় তার মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্য। এমন কিছু অপটিক্যাল ইলিউশন থাকে যেখানে দাবি করা হয় সেগুলি মনের কথা বলে দিতে পারে। আবার কয়েকটি থাকে পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। আজকের Optical Illusions ধাঁধাটিও ছিল পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা।

চলুন এবার এই ধাঁধাটির উত্তর জেনে নেওয়া যাক। এর উত্তর হবে ১০. সকলের পর্যবেক্ষণ ক্ষমতা সমান হয় না আর সেই কারণে Optical Illusions Test হয়ে ওঠে মজার। এবার কমেন্টে জানান আজকের test এ পাশ করলেন কি!

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button