Informative

Aadhaar Card Deactivation 2024: বাতিল হয়ে যাচ্ছে কেন্দ্রের আধার কার্ড, রাজ্যের নিজস্ব আধার চালুর পথে মমতা!

"যাঁদের যাঁদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব।"

Google News

Aadhaar Card Deactivation 2024: মিটবে আধার সমস্যা, চালু নতুন পোর্টাল। তৈরি করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছিলেন, “যাঁদের যাঁদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব।” এখানেই চুপ করে থাকেননি মমতা। নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন চিঠিও।

আরও পড়ুন: Viral Video: চুলে আগুন ধরালেন ছেলে, দেখালেন অদ্ভূত হেয়ারস্টাইল

ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে এই রাজ্যের একগুচ্ছ আধার কার্ড (Aadhaar Card Deactivation 2024)। যদিও আধার কার্ডের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কেবলমাত্র ডেটাবেস আপডেট করা হচ্ছে। কোন যান্ত্রিক ত্রুটির কারণে এমন হতে পারে। যদি কোনও পরিবার চিঠি পেয়ে থাকেন তাহলে তারা ভুল করে যান্ত্রিক ত্রুটির কারণেই পেয়েছেন। লোকসভা ভোটের আগে এমন বিপত্তি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “হয় এটাকে বন্ধ করবে, আর না হলে, গবীর মানুষদের যে অধিকার তারা পাচ্ছিলেন, সেই অধিকার থেকে তাঁরা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল চালু করছি। যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে। যাঁদের যাঁদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব।”

আরও পড়ুন: Electricity From Urine: প্রস্রাব করলেই জ্বলবে আলো! নতুন আবিষ্কার বিজ্ঞানীদের

প্রত্যেক গ্রাহককে এখন যে কোনও কাজে আধার কার্ড ব্যবহার করতে হয়। ভর্তুকি থেকে শুরু করে ব্যাংকের যেকোনো কাজ আধার কার্ড ছাড়া চলে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভান্স পোর্টাল। মঙ্গলবার থেকে চালু হবে। যাঁদের আধার কার্ড বাতিল করেছে, তাঁরা যেন অবিলম্বে আমাদের জানান।”

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

ইউ আই ডি এ আই এর তরফ থেকে এক বিবৃতি জানিয়ে বলা হয়েছে যদি কোন মানুষ আধার কার্ড নিয়ে কোনও সমস্যায় পড়েন তাহলে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন টোল ফ্রি নাম্বার ১৯৪৭ এ। এছাড়া অভিযোগ জানাতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button