News

Weather Update Today: ‘আয় বৃষ্টি ঝেঁপে’- মুষলধারে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস! কী কী বলছে হাওয়া অফিস

Google News

Weather Update Today: উত্তর ঝাড়খণ্ডের ওপরেই রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা বিস্তৃত রয়েছে মণিপুর পর্যন্ত। উত্তর-পূর্ব ওপরে রয়েছে এই ঘূর্ণাবর্তের অবস্থান। সবকিছু মিলিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বেশ কয়েকদিন ভালো মতোই বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Weather Update Today)।

আরও পড়ুন: Emotional Viral Video: পুলিশ হয়ে প্রথম বেতন পেয়েই মায়ের হাতে তুলে দিলেন ছেলে, ভাইরাল ভিডিওতে শুধুই আবেগ

 

উত্তরবঙ্গের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টি সম্ভাবনা (Weather Update Today)?

জানা যাচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই পাঁচ জেলায় রয়েছে হলুদ সর্তকতা। তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এখানে কোনও সতর্কতা জারি করা হয়নি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Viral Plane Crash Video: প্লেন ক্র্যাশ হওয়ার আগে আকাশ থেকে ঝাঁপ মারলেন যাত্রীরা, ভাইরাল শিউরে ওঠা ভিডিও

আগামীকাল (Weather Update Today) শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আরও পড়ুন: Emotional Viral Video: পুলিশ হয়ে প্রথম বেতন পেয়েই মায়ের হাতে তুলে দিলেন ছেলে, ভাইরাল ভিডিওতে শুধুই আবেগ

পরশু রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উঠবে ঝড়, গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার। ৫ জুলাই রয়েছে হলুদ সর্তকতা। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এদিনও এখানে জারি করা রয়েছে হলুদ সর্তকতা। মালদহে কোনরওকম ঝড় বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: Neem Phooler Madhu: মাথায় ঘোল ঢেলে, জুতোর মালা পরিয়ে অয়নকে নাস্তানাবুদ করে ছাড়ল জ্যেঠু! প্রকাশ্যে ধুন্ধুমার পর্ব

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button