News

Sarkari Job: সরকারি চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত, এখন সরকারি চাকরি পাবেন না এই ধরনের মানুষ

Sarkari Job: সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের; এইবার সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন এই শ্রেণীর মানুষ

Google News

Sarkari Job: সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের; এইবার সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন এই শ্রেণীর মানুষ

আরও পড়ুন: Gas Acidity Medicines: সাবধান! গ্যাস-অ্যাসিডিটি হলে আপনিও কি ওষুধ খান, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে সরকারি চাকরির বিষয়ে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিয়ে আলোচনা চলছে দেশের সর্বত্র। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে দুই সন্তানের বেশি প্রার্থীরা সরকারি চাকরি পাবেন না। এই বিষয়টি পুরোপুরিভাবে রাজস্থান সরকারের সঙ্গে সম্পর্কিত হলেও বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠার পর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের দুই সন্তানের বেশি লোককে সরকারি চাকরি না দেওয়ার নীতিকে ন্যায্যতা দেয়, যার পরে এই বিষয় নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। সারা দেশব্যাপী এমনই সিদ্ধান্ত জারি করা হয় যে, দুইয়ের বেশি সন্তান আছেন এমন ব্যক্তিরা সরকারি চাকরি পেতে অসুবিধার সম্মুখীন হবেন। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে! আসল কারণই বা কী!

আরও পড়ুন: Gas Acidity Medicines: সাবধান! গ্যাস-অ্যাসিডিটি হলে আপনিও কি ওষুধ খান, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

আসলে পুরো ঘটনাটি ঘটেছে রাজস্থানের রামজি লাল জাটকে সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষণার পরেই। রামজি লাল জাট ২০১৭ সালের ৩১জানুয়ারী সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে রাজস্থান পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য আবেদন জানান। পরবর্তীকালে রাজস্থান পুলিশ অধস্তন পরিষেবা বিধি, 1989-এর বিধি 24(4) এর ভিত্তিতে ওই ব্যক্তির আবেদন বাতিল করা হয়েছিল। 1989- এর বিধি 24(4) অনুসারে ২০০২ সালের ১লা জুন বা তার পরে দুইয়ের বেশি সন্তান আছে এমন কোনো প্রার্থী সরকারি চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। রামজি লালকে আরও বলা হয়েছিল তিনি সরকারি চাকরির জন্য অযোগ্য ছিলেন কারণ 1 জুন, 2002 এর পরে তার দুটির বেশি সন্তান ছিল। রাজস্থান হাইকোর্টে এই বিষয়ে একটি পিটিশন জারি করেন তিনি।রাজস্থান হাইকোর্ট রাজ্য সরকারের শাসন বহাল রাখলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রামজি লাল। তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Gas Acidity Medicines: সাবধান! গ্যাস-অ্যাসিডিটি হলে আপনিও কি ওষুধ খান, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

২০২২ সালের ১২ই অক্টোবর এই মামলার রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রাখে এবং প্রাক্তন সৈনিক রামজি লাল জাটের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে, দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি দিতে অস্বীকার করা বৈষম্যমূলক নয়। কারণ এই নিয়মের পিছনে আসল উদ্দেশ্য হল পরিবার পরিকল্পনা প্রচার করা। আদালত জানিয়েছে, রাজ্য সরকারের এই নিয়মগুলি নীতির পরিধির মধ্যে রয়েছে, তাই এতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এর আগে দুইয়ের বেশি সন্তান আছে এমন ব্যক্তিদের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button