News

পরীক্ষা ছাড়াই আলিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ! মাসে বেতন 31 হাজার টাকা, দেখুন আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। এইবার আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Aliah University- এর তরফে।

Google News

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। এইবার আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Aliah University- এর তরফে। বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনে চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।

পদের নাম:

Project Fellow

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের M.Sc ডিগ্রি থাকতে হবে Chemistry অথবা Biochemistry বিষয়ে 55 শতাংশ নম্বার সহ। এর পাশাপাশি GATE/ NET – JRF/NET-LS/SET যোগ্যতা থাকতে হবে।

আবেদনের বয়সসীমা:

Project Fellow পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে কোনো রকম বয়সের উর্ধ্ব বা নিম্ন সীমা উল্লেখ করা হয়নি। তবে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য আবেদন ফর্ম ও শিক্ষাগত যোগ্যতার সকল ডকুমেন্টস একসঙ্গে করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেলে (Email ID: raihan@aliah.ac.in and rmjchem@gmail.com), 23/04/2024 তারিখে বিকেল 5 টার মধ্যে পাঠাতে হবে।

বেতন কাঠামো:

Project Fellow পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন হবে Junior – I প্রার্থীদের প্রতি মাসে 14 হাজার টাকা + HRA আর Junior – II প্রার্থীদের বেতন রয়েছে প্রতি মাসে 31 হাজার টাকা + HRA।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button