Viral

Marriage News: কনের পরনে ১৭ কোটির শাড়ি, গায়ে ৯০ কোটির অলঙ্কার! গোটা ভারত এমন রাজকীয় বিয়ে দেখেননি

বড় বড় সুপারস্টার বা ব্যবসায়ীদের বিয়ের আয়োজনকেও ছাপিয়ে গিয়েছিল এই বিয়ের জাঁকজমক আয়োজন।

Google News

Marriage News:  গোটা ভারতবর্ষে এমন বিয়ে কখনোই দেখেননি কেউ। এমন এক বিয়ে যা আজও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এমনকি এই বিয়ে হার মানিয়েছে আম্বানি, আদনিদেরও। বড় বড় সুপারস্টার বা ব্যবসায়ীদের বিয়ের আয়োজনকেও ছাপিয়ে গিয়েছিল এই বিয়ের জাঁকজমক আয়োজন। জানেন কার বিয়ের কথা বলা হচ্ছে এখানে! আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জি জনাদর্ন রেড্ডি, যিনি তাঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন অত্যন্ত জাঁকজমকভাবে। এই বিয়ের প্রসঙ্গ উত্তাপিত হয়েছিল খোদ সংসদেও। বিয়ের ৬ বছর পার হয়ে গেলেও এখনো এই বিয়ে নিয়ে চর্চা অব্যাহত রয়েছে। যদিও চর্চা হওয়ার একাধিক কারণ বর্তমান। মেয়ের বিয়ে এতটাই রাজকীয় ভাবে দিয়েছিলেন মন্ত্রী যা নজর কেড়েছিল সকলের। বিয়েতে কনের গহনা থেকে শুরু করে পোশাক, সাজসজ্জা সবেতেই ছিল চমক।

আরও পড়ুন: Robot Viral: মহিলাকে অশোভন টাচ করল রোবট, ভিডিও দেখে হতবাক হবেন

২০১৬ সালের ৬ই নভেম্বর এই রাজকীয় বিয়ের আসর বসেছিল বেঙ্গালুরু প্যালেস গ্রাউন্ডে। রিপোর্ট অনুসারে, এই বিবাহে নিমন্ত্রিতের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। অতিথিদের আমন্ত্রণের ক্ষেত্রেও দেখা গিয়েছিল চমক। বিয়ের নিমন্ত্রনের জন্য তৈরি করা হয়েছিল এলসিডি স্ক্রিন প্লেয়িং কার্ড। যার ডিজাইনে ছিল অভিনবত্বের ছোঁয়া। একটি বাক্সের মধ্যে রাখা ছিল সেই আমন্ত্রণপত্র। বাক্সটি খোলামাত্রই একটি গান বেজে উঠত আর এই গানটি রেকর্ড করা হয়েছিল পরিবারের সকল সদস্যদের নিয়ে। পরিবারের সকল সদস্য নিজেদের অতিথিদের আলাদা আলাদা নিমন্ত্রণ করেছিলেন। এখানেই শেষ নয় অনুষ্ঠানে আগত অতিথিদের বিয়ের আসর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মোট ৪০টি বিলাসবহুল গরুর গাড়ির ব্যবস্থা করেছিলেন রেড্ডি। বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টরদের দ্বারা বিজয়নগর শৈলীর মন্দিরের আদলে সুসজ্জিত হয়েছিল বিয়ের মণ্ডপ। খাবার জায়গাটিকে সাজিয়ে তোলা হয়েছিল বেল্লারি গ্রামের আদলে। কারণ এই গ্রামেই বেড়ে উঠেছিলেন মন্ত্রী জনার্দন রেড্ডি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নেও কোনো ত্রুটি রাখতে দেননি রেড্ডি। আমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছিল বেঙ্গালুরুর ফাইভ স্টার ও থ্রি স্টার হোটেলে। প্রায় ১৫০০ রুম বুক করা হয়েছিল অতিথিদের জন্য শুধু তাই নয় অতিথিদের আসা যাওয়ার জন্য জন্য প্রায় ২০০০টি ক্যাব এবং ১৫টি হেলিকপ্টার ভাড়া করেছিলেন রেড্ডি। পরিবার এবং অতিথিদের সকলের নিরাপত্তা বজায় রাখতে রক্ষী দ্বারা ঘিরে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তা রক্ষী দ্বারা ঘিরে ফেলা হয়েছিল বিয়ের আসর। কারণ রেড্ডি পরিবারের সকলেই কোটি কোটি টাকার সোনা এবং হিরের গহনায় সেজে উঠেছিলেন সেইদিন।

রেড্ডি-কন্যা ব্রাহ্মণীর পোশাকেও ছিল চমক। নিজের বিয়েতে পরেছিলেন ১৭ কোটি টাকার শাড়ি পড়ছিলেন তিনি। সেই সঙ্গে প্রায় ৯০ কোটি টাকার অলঙ্কার ছিল তাঁর গায়ে। টানা পাঁচদিন ধরে চলেছিল বহুল চর্চিত এই বিয়ের অনুষ্ঠান। সব মিলিয়ে এই বিয়েতে প্রায় ৫০০ কোটি টাকা খরচ হয়েছিল। বিয়ের বিপুল খরচ নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল রেড্ডিকে। বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। সেই সময় জনার্দন রেড্ডি কর্ণাটকের বিজেপি সরকারের মন্ত্রীর আসনে থাকায় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি বিষয়টিকে ভালো চোখে দেখেননি। সংসদে মায়াবতী-সহ আরও কয়েকজন নেতা এই প্রশ্ন তোলেন যে, মেয়ের বিয়েতে খরচ করার মতো ৫০০ কোটি টাকা কোথায় পেয়েছিলেন রেড্ডি! কারণ তার আগে খনি কেলেঙ্কারিতে জেলও খেটেছিলেন তিনি।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button