News

Madras High Court Recruitment: কোর্টে বিপুল কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে আবেদন! দেখুন পদ্ধতি!

Madras High Court Recruitment: যত দিন যাচ্ছে ততই বাড়ছে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার সময় চাকরিপ্রার্থীদের সবসময় নজর রাখতে হচ্ছে রিক্রুটমেন্টের জন্য।

Google News

Madras High Court Recruitment: যত দিন যাচ্ছে ততই বাড়ছে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার সময় চাকরিপ্রার্থীদের সবসময় নজর রাখতে হচ্ছে রিক্রুটমেন্টের জন্য। বর্তমানে কালে কেউ আর একটিমাত্র পরীক্ষাকে লক্ষ্য করছে না বরং পাশাপাশি আরও পরীক্ষায় বসছে। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবার তাদের জন্যই ভালো সুযোগ উপস্থিত হয়েছে।

মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে মাদ্রাস হাইকোর্ট প্রফেস সার্ভার, ওয়াচম্যান, গার্ডেনার, পরীক্ষক, রিডার, প্রসেস রাইটার ও অন্যান্য পদের জন্য 28th April 2024 থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য তথ্যের জন্য এই নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ুন। যে পাখিরা যোগ্যতা পূরণ করবে তারা মাদ্রাসায় হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Madras High Court Recruitment: পদের নাম ও শূন্যপদ-

  • পরীক্ষক-৬০
  • পাঠক-১১
  • প্রসেস রাইটার-১
  • সিনিয়র Bailiff -১০০
  • জুনিয়র Bailiff-২৪২
  • জেরক্স অপারেটর -৫৩
  • Driver-২৭
  • কপিস্ট অ্যাটেন্ডার- ১৬
  • অফিস সহকারী -৬৩৮
  • পরিচ্ছন্নতা কর্মী – ২০২
  • মালী-১২
  • নাইট ওয়াচম্যান -৪৫৯
  • প্রহরী-১৮
  • ঝাড়ুদার- ১
  • মোট শূন্যপদ –
  • 2329
    এই পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

১) পরীক্ষক, পাঠক, সিনিয়র বেলিফ, জুনিয়র বেলিফ, প্রসেস রাইটার, জেরক্স অপারেটর এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই SSLC পাস থাকতে হবে।

এছাড়াও উচ্চ মাধ্যমিক অধ্যয়ন বা কলেজ কোর্সে ভর্তির জন্য যোগ্যতা থাকতে হবে।

২) ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩)কপি অ্যাটেন্ডর ও অফিস সহকারী পদে আবেদনের জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

৪) পরিছন্নতা কর্মী, নাইট ওয়াচম্যান, ঝাড়ুদার এই পদে আবেদনের জন্য তামিল পড়তে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা-

প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর আর সর্বোচ্চ বয়স হতে পারে ৩২ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় আছে।

আবেদন প্রক্রিয়া –

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ এপ্রিল, আর আবেদন করার শেষ তারিখ ২৭ মে।

আবেদন করতে প্রথমেই মাদ্রাস হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://www.mhc.tn.gov.in

নির্ধারিত ফি পে পেমেন্ট করার পরে অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার পরে একটি সিস্টেম জেনারেটর রেজিস্ট্রেশন স্লিপ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে।

প্রাচীদের এটি প্রিন্ট আউট করে রাখতে হবে।

কিভাবে আবেদন জানাতে হবে তার বিস্তারিত বিবরণ, বেতন কাঠামো ও অন্যান্য তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button