News

Railway Rules: ট্রেনে ওঠার আগে বা ট্রেনে উঠে ভুলেও করবেন এই কাজ! জরিমানা হবে মোটা অংকের

Google News

Railway Rules: লাইফ লাইন, এই শব্দটির মনে পড়লেই যার কথা সবার প্রথম মাথায় আসে তা হল ভারতীয় রেল। সবচেয়ে কম খরচে যে কোনও জায়গায় নিমেষেই পৌছে যাওয়া যায় রেল পথের হাত ধরে। বেড়াতে যেতে ভালবাসেন না এমন মানুষ হয়তো আতশ কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। অনেকেই ভালোবাসেন আকাশ পথে যেতে। তবে মধ্যবিত্তের সাধ্যের বাইরে বারবার আকাশ পথ বেছে নেওয়া।

মধ্যবিত্তরা তাই ভালোবাসেন রেলপথের মাধ্যমেই নিজেদের শখ পূরণ করতে। ট্রেনে যতই সময় লাগুক না কেন ট্রেন ছাড়া কারোর গতি নেই। তবে ট্রেনের সফর করার আগে ভারতীয় রেলের রয়েছে বেশ কিছু নিয়ম। না জানলে যে কোনও সময় বড় বিপদের মুখে পড়তে পারেন আপনি। হতে পারে, মোটা অংকের জরিমানা কিংবা জেল ও। তবে সেই সব নিয়ম গুলি কি কি জানেন?

আপনাদের সচেতন করতে আজকে ভাইরাল হান্টের পাতায় থাকল রেলের এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা আপনারা প্রায়শই না জেনে করে থাকেন সেই কাজ।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

যদি কোনও নির্দিষ্ট যাত্রী ট্রেন বা রেলওয়ে চত্বরে যে কোনও জায়গায় কিছু লিখে বা পোস্ট করেন, তবে রেলওয়ে আইন অনুযায়ী এটিও অপরাধের বিভাগে পড়ে। এর জন্য ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জরিমানা করা হতে পারে মোটা অংকের টাকা।

আরও পড়ুন: Viral Video: দূষণ রোধে প্লাস্টিকের বোতল সরাচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও দেখলে লজ্জা হবে

বেশিরভাগ যাত্রীই চিপস বা অন্যান্য জিনিস খাওয়ার পর স্টেশন চত্বরের ফাঁকা জায়গায় র‍্যাপার ফেলে দেন যেখানে সেখানে। এটাও একটা ভারতীয় রেলের চোখে দণ্ডনীয় অপরাধ। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনও ভরাট বা খালি রেলওয়ে চত্বর বা বগিতে আবর্জনা ফেলা যাবে না। এমনই নিয়ম রয়েছে।

আরও পড়ুন: Viral Video: দূষণ রোধে প্লাস্টিকের বোতল সরাচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও দেখলে লজ্জা হবে

এ প্রসঙ্গে উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, “ভারতীয় রেলে দাঁত মাজা, বাসন-কোসন, কাপড়-চোপড় বা অন্যান্য জিনিস ধোয়ার জায়গা ঠিক করা রয়েছে। প্ল্যাটফর্মে যেসব জায়গায় কল রয়েছে সেই সব স্থান ছাড়া অন্য কোনো স্থানে কোনও যাত্রীকে এই কাজ করতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে জরিমানার বিধান রয়েছে।”

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button