News

Visa Free Travel: ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন 62টি দেশে, দারুণ সুযোগ ভারতীয়দের জন্য!

খুব সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারলেও দেশের বাইরে যেতে হলে প্রয়োজন হয় ভিসার। বিভিন্ন সময় নানা কারণে দেখা যায় প্রয়োজনীয় ভিসা সময়মতো হাতে পাওয়া যায় না।

Google News

Visa Free Travel: ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ হয়ত আতস কাচ দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া সম্ভব নয়। ছোট থেকে বড় বর্তমানে সবারই দেশ-বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রতি এক ভালোবাসা লক্ষ্য করা যায়। খুব সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারলেও দেশের বাইরে যেতে হলে প্রয়োজন হয় ভিসার। বিভিন্ন সময় নানা কারণে দেখা যায় প্রয়োজনীয় ভিসা সময়মতো হাতে পাওয়া যায় না। যার জন্য ভ্রমণপ্রেমী মানুষদের পড়তে হয় বিরাট সমস্যার সম্মুখীন।

সম্প্রতি প্রকাশিত 2024 সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স থেকে জানানো হয়েছে এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয়রা বিনা ভিসায় যেতে পারবেন। তবে শুধুমাত্র প্রয়োজন হবে পাসপোর্ট এর। তবে জানেন কি কোন দেশগুলিতে ভিসা না থাকলেও ভ্রমণ করা সম্ভব? আসুন দেখে নিই সেই সব দেশের তালিকা।

আরও পড়ুন: Ayodhya Trip: নিতান্তই স্বল্প খরচে ঘুরে আসুন অযোধ্যা, রইল পুরো প্ল্যানিং

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, 80 নং পজিশনে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। যে দেশের পাসপোর্ট যতটা শক্তিশালী সেই দেশেরই ভিসাধারীরা বিশ্বের তত বেশি জায়গায় বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে:

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join
  • ফ্রান্স
  • জার্মানি
  • ইতালি
  • জাপান
  • সিঙ্গাপুর
  • স্পেনের।

উপরিউক্ত দেশের বাসিন্দারা বিশ্বের মোট 198টি দেশে যেতে পারেন বিনা ভিসায় (Visa Free Travel)।

এবার দেখে নেওয়া যাক ভারতীয়রা কোন 62টি দেশে ভ্রমণ করতে পারবেন বিনা ভিসায় (Visa Free Travel):

  • অ্যাঙ্গোলা,
  • বার্বাডোড,
  • ভুটান,
  • বলিভিয়া,
  • ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস,
  • বুরুন্ডি,
  • কেপ ভার্দে আইল্যান্ডস,
  • কোমোরো আইল্যান্ডস,
  • কুক আইল্যান্ডস,
  • জিবৌতি,
  • ডমিনিকা,
  • এল সালভাডর,
  • ইথিওপিয়া,
  • ফিজি,
  • গ্যাবন,
  • গ্রেনাডা,
  • গিনিয়া-বিসাও,
  • হাইতি,
  • ইন্দোনেশিয়া,
  • ইরান, জামাইকা,
  • জর্ডন,
  • কাজাখস্তান,
  • কেনিয়া,
  • কিরিবাটি,
  • লাওস,
  • ম্যাকাও,
  • মালয়েশিয়া,
  • মলদ্বীপ,
  • মার্শাল আইল্যান্ডস,
  • মরিশাস,
  • মাইক্রোনেশিয়া,
  • মোজাম্বিক,
  • মায়ানমার,
  • নেপাল,
  • নিউ,
  • ওমান,
  • পালাও আইল্যান্ডস,
  • কাতার, সামোয়া,
  • সেনেগাল,
  • সোমালিয়া,
  • শ্রীলঙ্কা,
  • সেন্ট লুসিয়া,
  • সেন্ট ভিনসেন্ট,
  • তানজানিয়া,
  • থাইল্যান্ড,
  • টোগো,
  • ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো,
  • তিউনিশিয়া,
  • তুভালু,
  • ভানৌতু,
  • জিম্বাবয়ে

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button