Offbeat

Republic day 2024: দিল্লির কুচকাওয়াজে বাংলার মেয়ে, চিনে নিন তাঁকে

এখন আর দিল্লী মোটেই খুব একটা দূর নয়! কারণ জানলে অবাক হবেন আপনিও।

Google News

Republic day 2024: এখন আর দিল্লী মোটেই খুব একটা দূর নয়! কারণ জানলে অবাক হবেন আপনিও। আজ, ২৬শে জানুয়ারি। এই দিন সমগ্র ভারতবর্ষের উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবসে এই বছর দিল্লির রাজপথে কুঁচকাওয়াজে অংশ নিলেন বাঁকুড়া জেলার (Bankura News) শুশুনিয়া গ্রামের মধুরিমা কর্মকার।

Details of Republic day 2024

মধুরিমা কর্মকার, বাঁকুড়া জেলার (Republic day 2024) অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া গ্রাম। এই গ্রামেরই এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধুরিমা। বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্রী স্কুল জীবন থেকেই যুক্তির সঙ্গে। লড়াই, একটানা কঠোর পরিশ্রম এবং অসম্ভব জেদের জন্যেই বারে বারে তিনি পরিবারের মুখ উজ্জ্বল করেছেন আগেও। তবে এবার শুধু পরিবার নয় তিনি উজ্জ্বল করলেন বাংলার মুখও!

আরও পড়ুন: Ramlala Viral Video: প্রাণ প্রতিষ্ঠার পরদিনই জীবন্ত হয়ে উঠলেন রামলালা, ঘটে গেল মিরাকল!

সকালে অনেকেই যখন ঘুমটা ভালো হল না বলে পাস ফিরে শুয়ে পড়ত ঠিক সেই কাকভোরেই মধুমিতা উঠতেন (Bankura News)। বাসে চড়ে চলে যেতেন ব্যাটেলিয়ানে। এমনকি ছুটির দিনগুলোতে যেখানে বাড়িতে সবাই বিশ্রাম নিচ্ছেন সেই সময়েও তিনি মোটেই চুপ করে বসে থাকেননি বাড়িতে। বিকাল হলেই বড় মাঠে তিন পাক থেকে চার পাক কখনও পাঁচ পাকের দৌড়, এই দৌড়গুলি আস্তে আস্তে নিয়ে চলে গিয়েছে দিল্লির রাজপথে তা টের পায়নি কেউই! নদীয়ার ক্যাম্পে যখন প্রতি রাউন্ডে চলছে ছাঁটাই পর্ব তখনও বাঁকুড়ার মধুমিতার ভিতরে রয়েছে টেনশন। টেনশন থাকলেও কিন্তু নিজের প্রতি অটুট বিশ্বাস কখনওই ভাঙ্গেননি তিনি। অন্তত এমনটাই মনে করেছেন মধুরিমার বাবা সন্তোষ কর্মকার।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

যদিও তাঁর লড়াই এবং জেদের প্রধান উৎসাহদাত্রী ছিলেন কিন্তু তাঁর মা! মায়ের সর্বক্ষণের সঙ্গী ছিল তাঁর মেয়ে। কিন্তু আজকাল মায়ের সর্বক্ষণের সঙ্গী সেই মেয়ের সঙ্গেই আর কথা হয়না ঠিকঠাক করে। কারণ তাঁর চলেছে প্যারেডের প্রস্তুতি। সব মন খারাপ দূরে সরিয়ে রেখে বাবা-মা দিন গুনছেন ২৬ শে জানুয়ারি উপলক্ষে। টানা এক মাসের এই দিল্লির অভিজ্ঞতা মধুরিমাকে আরও জেদি ও আত্মবিশ্বাসী করে তুলবে এমনটাই মনে করছেন তাঁর বাবা-মা (Republic day 2024)।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button