News

Ayodhya Tour: ১৫০০ কিলোমিটার পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছোবেন যুবক, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেছেন

Google News

Ayodhya Tour: চলতি বছরের বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছিল রাম মন্দিরে রামলালার প্রাণ। তারপর থেকেই সংবাদ মাধ্যমের লাইন লাইটে রয়েছে অযোধ্যার রাম মন্দির। যত দিন গড়িয়েছে ততই জনপ্রিয়তা বেড়েছে রাম মন্দিরের। সাধারণ মানুষের জন্য অযোধ্যা মন্দিরের দ্বার উন্মুক্ত হয়ে যাওয়ার পর থেকেই একের পর এক মানুষ ছুটে যাচ্ছেন রাম মন্দিরের রামলালার দর্শনে।

অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে একের পর এক বিষয়। যেখানে কখনো দেখা যাচ্ছে রামলালার বেশ কিছু অদ্ভুত অদ্ভুত দৃশ্য আবার কখনো দেখা যাচ্ছে মানুষের হাতে নির্মিত নতুন কিছু। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি খবর যেখানে জানা গিয়েছে এক ব্যক্তি পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন অযোধ্যায়। একটি বাড়ি থেকে অযোধ্যার দূরত্ব শুনলে রীতিমত চোখ কপালে উঠবে আপনার।

সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, কিছু ভিডিও মজার এবং কিছু ভিডিও মর্মান্তিক। বর্তমানে এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে এক যুবককে পুনে থেকে পায়ে হেঁটে অযোধ্যা যেতে দেখা যাচ্ছে। বর্তমানে পুনের এই যুবককে নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Diabetes Prevention: সুগারে ভুগছেন! খেয়ে দেখুন এই খাবারগুলো, সুস্থ থাকবেন নিশ্চিত

কোনো না কোনো কারণে পুনে সবসময়ই খবরে থাকে। কখনো এখানকার ঐতিহাসিক স্থাপত্য, কখনো এখানকার খাদ্য সংস্কৃতি, কখনো এখানকার ঢোল তাশা আবার কখনো পুনেরি পাট্যা সব সময়ই আলোচনার বিষয়। এখন পুনের এই যুবক সকলের নজর কেড়েছেন কারণ এই যুবক পুনে থেকে অযোধ্যার দিকে যাত্রা শুরু করেছেন, তিনি হেঁটে 1500 কিলোমিটার পাড়ি দিচ্ছেন।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button