Viral

Most Expensive Ramayana Reaches Ayodhya: রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় পৌঁছাল সবচেয়ে দামী রামায়ণ!

সেজে উঠেছে রামের জন্মভূমি সহ দেশের অন্যান্য জায়গা। তবে অযোধ্যায় একের পর এক চমক দেখতে পাচ্ছেন সকলেই।

Google News

Most Expensive Ramayana Reaches Ayodhya: অপেক্ষার আর মাত্র কিছু ঘণ্টা। তারপরই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গোটা দেশ জুড়ে আবেগের ঘনঘটা। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব। সেজে উঠেছে রামের জন্মভূমি সহ দেশের অন্যান্য জায়গা। তবে অযোধ্যায় একের পর এক চমক দেখতে পাচ্ছেন সকলেই। একতলা বাড়ির সমান তালা থেকে শুরু করে ১৮০ ফুটের ধূপ, হনুমানের বিশালাকার মূর্তি সব নিয়েই সাজো সাজো রব অযোধ্যায়। তবে এইবার প্রস্তুতি পর্বের শেষ লগ্নে অযোধ্যায় পৌঁছেছে বিশেষ রামায়ণ।

হিন্দু ধর্মে এই গ্রন্থের মাহাত্ম্য অনেক। রামের জীবন বৃত্তান্ত থেকে শুরু করে রামের বনবাসের কাহিনী সবই বর্ণিত হয়েছে এই মহাকাব্যে। জানা গিয়েছে, রাম মন্দিরের আদলে তিন তলা বক্সে তৈরি করা হয়েছে রামায়ণের বইটি। এক বিশ্বস্ত সংবাদমাধ্যমের সূত্র মারফত জানা গিয়েছে, সারা বিশ্বে থাকা সকল রামায়ণের বইয়ের মধ্যে অযোধ্যায় নিয়ে আসা রামায়ণের মূল্য প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা এবং এই বইয়ের ওজন প্রায় ৪৫ কিলোগ্রাম। তবে এমন কী আছে যার জন্য একটি বইয়ের দাম এত বেশি (Most Expensive Ramayana Reaches Ayodhya)?

আরও পড়ুন: Ram Mandir News: প্রকাশ্যে এল রামলালালার মূর্তি! তদন্তের দাবি প্রধান পুরোহিতের

সেই উত্তরই দিয়েছেন বইটির বিক্রেতা মনোজ সাতি। তিনি জানিয়েছেন, বইটির পৃষ্ঠা থেকে শুরু করে যে বাক্সে বইটি রাখা হবে সবকিছুই অত্যন্ত মূল্যবান।রামায়ণের বইটি এমনভাবে তৈরি করা হয়েছে আগামী ৪০০ বছরেও এর পাতার কোনোরূপ ক্ষতি হবেনা। বইটির প্রতি পাতায় অভিনবত্বের ছোঁয়া লক্ষণীয়। বাজারে উপলব্ধ সাধারণ কাগজের পরিবর্তে ফ্রান্সে তৈরি বিশেষ কাগজ দিয়ে তৈরি করা হয়েছে বইয়ের প্রতিটি পাতা (Most Expensive Ramayana Reaches Ayodhya)। বইয়ের পাতায় দেশীয় কালির পরিবর্তে ব্যবহৃত হয়েছে জাপানি কালি। মনোজের মতে, জৈব পদার্থ দিয়ে তৈরি হয়েছে এই বিশিষ্ট কালি। এছাড়া আমেরিকান ওয়ালনাট গাছের তৈরি কাঠের বাক্সে বইটিকে ঢেকে রাখা হয়েছে। এটিও সহজে নষ্ট হবে না। এমনকি বাক্সের উপর বইটি পড়ার জন্য আলাদা একটি জায়গা নির্মাণ করা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের আবহে সব মিলিয়ে বইটি যে বিশেষ হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button