News

CU Recruitment 2024: কলকাতা বিশ্ব বিদ্যালয়ে নিয়োগ, মাসে বেতন ৩৫,০০০ টাকা! কীভাবে করবেন আবেদন!

CU Recruitment 2024: একটা মন মতন চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন সকলেই। কিন্তু এই চাকরি পেতে কেবল প্রস্তুতি নিলেই হয় না তার সাথে প্রতিনিয়ত পাবলিশ হওয়া নিয়োগের বিজ্ঞপ্তির দিকেও চোখ রাখতে হয়।

Google News

CU Recruitment 2024: একটা মন মতন চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন সকলেই। কিন্তু এই চাকরি পেতে কেবল প্রস্তুতি নিলেই হয় না তার সাথে প্রতিনিয়ত পাবলিশ হওয়া নিয়োগের বিজ্ঞপ্তির দিকেও চোখ রাখতে হয়। যেমন সম্প্রতি সামনে এসেছে আরো একটি বিজ্ঞপ্তি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া অনেকেরই স্বপ্ন আর এখন সেই স্বপ্ন সত্যি করারই সুযোগ উপস্থিত হয়েছে আপনার সামনে।

আপনি কি একজন চাকরিপ্রার্থী? একটা চাকরি পাওয়া আপনার লক্ষ্য তাহলে এই মুহূর্তে বড় সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই রাজ্যে চাকরির প্রার্থীরা শিক্ষকতার চাকরি পেতে পারেন। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে চলুন এই সম্পর্কেই বিস্তারিত জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

CU Recruitment 2024:

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ২৫ এপ্রিল তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Sr. Research Fellow পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি সামনে এনেছে। এখানে পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য যোগ্যতার মাপকাঠি, বয়সসীমা ইত্যাদি বিষয়ে জেনে নিন।

পদের নাম-Sr. Research Fellow

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই M.Tech/ M.Sc Electronic Science/ M.Sc Physics বা তার সমতুল্য পরীক্ষায় পাশ থাকতে হবে।

বেতন কাঠামো- এই পদে নিযুক্ত চাকরিপ্রার্থীদের বেতন হবে মাসিক ৩৫ হাজার টাকা করে।

এই পদে আবেদন করার জন্য কোন রকম বয়সের সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে যোগ্য সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত কোনো রংকম প্রশ্ন থাকলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিমেইলে যোগাযোগ করে নিতে পারেন (CU Recruitment 2024)।

আবেদন প্রক্রিয়া –

এই পদে আগে থেকে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর দিন বায়োডাটা সহ ডকুমেন্ট একসাথে করে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে। ‌

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে- ১৫/০৫/২০২৪
সময়- দুপুর ২.৩০

ঠিকানা -A.N Daw Meeting Room, 1St Floor, Sisir Mitra Bhavan, Institute of Radio Physics and Electronics, University of Calcutta, 92 Acharya Prafulla Chandra Road, Kolkata 700009, WB, India

এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। আর চাকরি সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমাদের পোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button