মাসের শুরুতেই সুখবর পেল ভারতের জনগণ। চলতি মাসে কমলো গ্যাসের দাম। একধাক্কায় প্রায় ১০০ টাকা কমলো LPG Cylinder এর দাম। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও কমার ওপর ভারতে জ্বালানির দাম নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তারা নিয়মিত তেল গ্যাসের দাম পরিবর্তন করে থাকে। তাই প্রতিমাসের শুরুতেই আমজনতা অপেক্ষা করে থাকে গ্যাসের দাম জানার জন্য।
কত দাম কমলো?
এবার মাসের শুরুটা হলো ভালো খবর দিয়েই। জুন মাসের প্রথম দিনেই এক ধাক্কায় ৭২ টাকা কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে অনেকটাই রেহাই পাবে সাধারণ মানুষ। মাসের শুরুতে এলপিজি গ্যাস মূল্যের হ্রাসের এই খবর মুখে হাসি ফুটিয়েছে অনেকের। গতকাল থেকেই কার্যকর হয়েছে গ্যাস সিলিন্ডারের নতুন দাম।
এই মাসে কত টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার?
১ জুন থেকে দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭২ টাকা কমানো হয়েছে। খবর অনুসারে মাসের প্রথম দিন থেকেই ভারত জুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারে নতুন দাম ফলে কলকাতায় এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৭৮৯ টাকা। মুম্বাই শহরে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম ১৬২৯ টাকা আর চেন্নাইয়ের দাম ১৮৪১ টাকা।
তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও দাম কমেনি গৃহস্থালিদের জন্য ব্যবহৃত রান্নার গ্যাসের। সাধারণত হোটেল রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। বৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় নিঃসন্দেহে তার স্বস্তি দিচ্ছে ব্যবসায়ীদের। একইভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের ওপরেও কিছুটা কমবে বলেই আসা।
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত
১৪.২ কেজি LPG Cylinder এর দামে কোন পরিবর্তন হয়নি, দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম রয়েছে ৮০৩ টাকা। কলকাতায় ঘরোয়া সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৮২৯ টাকায়, মুম্বাইতে দাম ৮০২.৫০ টাকা। আর যারা উজ্জলা জোসনা রয়েছেন তারা ৩০০ টাকা কমে এলপিজি সিলিন্ডার পাবেন।
তবে যদি মনে করেন ভোটের আবহের কারণে এই দামের হ্রাস তা একদম নয়। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও কমার ওপর ভারতে জ্বালানির দাম নির্ধারিত হয়। প্রতিমাসের শুরুতেই তেল গ্যাসের দাম পরিবর্তন হয়ে থাকে।
Nam,Hannan mondal, West Bengal,Nodia, hankhali,741502
Ami puro bekar, ekta help dao amar ,