PEN Card Apply Online 2024: পড়াশোনা করতে এবার লাগবে এই বিশেষ কার্ড!

PEN Card Apply Online 2024: দিন শেষ ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চাকরি পাওয়ার, দিন শেষ জাল মার্কশিটের কারণ এবার সরকারের তরফে নিয়ে আসা হচ্ছে PEN CARD. মানসম্পদ উন্নয়ন মন্ত্রক প্যান কার্ডের মতোই শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছে স্থায়ী শিক্ষা নম্বর( PEN Number). রাজ্যের স্কুল শিক্ষাবিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্থায়ী শিক্ষা নম্বর ব্যবহার বাধ্যতামূলক করেছে।

কী এই পেন কার্ড, কি সুবিধা হবে এই কার্ড থাকলে? এটি পাওয়ার জন্য আবেদন বা করা যাবে কীকরে? জানুন বিস্তারিত।

PEN Card কী?

বাংলা শিক্ষক পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রদত্ত প্রতিটি পড়ুয়ার জন্য একটি অনন্য নম্বর ব্যবহার করা হবে। এই কার্ডগুলিতে শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। U-DICE এর মাধ্যমে এই কার্ড তৈরি করা হচ্ছে।

PEN Card এর সুবিধাগুলি কী কী?

এই নম্বরের মাধ্যমে পড়ুয়ারা একাধিক সুযোগ-সুবিধা যেমন পাবেন তেমনি অনেক জালিয়াতি এড়ানো যাবে। যেমন –

জাল মার্কশিট ঠেকানো যাবে- এতদিন যারা জাল মার্কশিট দিয়ে চাকরি পেয়ে এসেছেন এবার থেকে তা আর সম্ভব হবে না। সরকারি স্কিম গুলিতে জাল উপায়ে সুবিধা নেওয়া যাবে না কারণ শিক্ষার্থীর সব ধরনের তথ্য একটি পোর্টালের মাধ্যমে দেখা যাবে এই নম্বরের মাধ্যমে।

পড়ুয়ারাদের ক্ষেত্রেও অনেক সুবিধা মিলবে যেমন-স্কুল বদলানো সহজ হবে- পেন কার্ড চালু হলে পড়ুয়াদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। বিশেষত প্রাক-প্রাথমিক, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে নতুন স্কুলে যাবার ক্ষেত্রে অন্য কোন ডকুমেন্ট এর প্রয়োজন হবে না।

এছাড়াও এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে স্কলারশিপ চাকরি ও সরকারি অন্যান্য সুবিধা। অপরদিকে যারা ভুয়ো ডিগ্রি নিয়ে চাকরিতে ঢুকবেন তাদের সহজেই সনাক্ত করা যাবে কার্ডের মাধ্যমে।

কীভাবে এই PEN CARD বানাবেন?

স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেই পড়ুয়াদের বানিয়ে দেওয়া হবে PEN Number.

এই প্রক্রিয়ার শুরু হলেই সময় মত স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের কাছে নথি চাওয়া হবে।

রাজ্যের শিক্ষা দপ্তর মধ্যে এই নম্বর প্রদান করার জন্য একটি বিশেষ ওয়েবসাইট শুরু করেছে।

বাংলার পড়ুয়ারা এই সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শিক্ষা পোর্টালে।

তবে এতে বাংলা ছাত্র ছাত্রীরা এর এক্সেস পাবেন না, PEN CARD তৈরি হলে শিক্ষা আইডেন্টিটিক মার্জ করলে পড়ুয়ারা এই অ্যাক্সেস পাবেন।

Tithi Adak
We will be happy to hear your thoughts

Leave a reply