AIIMS Kalyani Recruitment 2024: পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি, এখনই করুন আবেদন!

AIIMS Kalyani Recruitment 2024: আবারো এক নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ আবারও চাকরি পাওয়ার সুযোগ হাতের সামনে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কল্যাণী AIIMS একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে ছয়টি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে।

সারা দেশ থেকে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। চাকরি পাওয়ার পর উপযুক্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে AIIMS কল্যাণীতে।

এই মুহূর্তে একটি চাকরির সন্ধান করছিলেন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য ভালো সুযোগ কিন্তু অপেক্ষা করে রয়েছে। তাই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ুন।

কোন পদে এখানে নিয়োগ হতে চলেছে, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যোগ্যতার মাপদন্ড কি, আবেদন প্রক্রিয়া কি সম্পূর্ণ তথ্য এখানে জেনে নিন।

নিয়োগকারী সংস্থা- কল্যানী AIIMS
পদের নাম – Junior Research Fellow
কটি শূন্যপদ রয়েছে এখানে?
৬ টি

কি ধরনের নিয়োগ হতে চলেছে?

এখানে ছয়মাসের চুক্তির মাধ্যমে নিয়োগ হতে চলেছে।

কী বিষয়ের জন্য নিয়োগ করা হবে?

কল্যানী AIIMS এর দন্ত চিকিৎসা বিভাগে তৃতীয় মোলার অস্ত্রপাচারের পর বিভিন্ন ওষুধের কার্যকারিতা ও সুরক্ষার ওপর একটি গবেষণা হতে চলেছে। গবেষণা প্রকল্পের জন্যই Junior Research Fellow খুঁজছে সংস্থা।

এখানে বেতন কাঠামে কি রকম?

প্রতিমাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে প্রার্থীকে এবং চুক্তি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

আবেদনকারীর কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?

আবেদনকারীদের অবশ্যই BDS ডিগ্রী থাকতে হবে।

DCI/ State Dental Council এর সাথে রেজিস্টার্ড থাকতে হবে।

গবেষণায় অভিজ্ঞতা, ইংরেজি ও বাংলা দক্ষতা বাঞ্ছনীয়

আবেদনকারীর বয়সসীমা কত হওয়া প্রয়োজন?

ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২৮ বছরের কম হতে হবে।

কবে ইন্টারভিউ নেওয়া হবে?

১ জুলাই, ২০২৪
স্থান- Department Of Dentistry, AIIMS Kalyani
সময়- ৯.৩০

ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন?

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি থেকে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে।

এরপর আবেদনপত্র প্রয়োজনীয় নথি নিয়ে ইন্টারভিউ এর দিন সঠিক সময় উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউয়ের দিন কী কী নথি নিয়ে উপস্থিত থাকতে হবে এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। আসন্ন পরীক্ষার আপডেট সম্পর্কে জানতে ফলো করে রাখুন আমাদের পোর্টাল।

Tithi Adak
4 Comments
  1. Ami korte chai help me please

  2. Valo akta post aneka chaile korte
    Paren

  3. Am parmira khatun
    Am 10 pass

Leave a reply