News

Lata Mangeshkar Song: লতাজির গলা হুবহু নকল করে গান গাইল AI! শুনলে আপনিও হতবাক হবেন

যুগের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তির ব্যবহারও।

Google News

Lata Mangeshkar Song: যুগের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তির ব্যবহারও। উন্নত হতে হতে আজ প্রযুক্তি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে মৃত মানুষেরও গলা নকল করতে পারছে নকল বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্প্রতি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল উত্তেজনা তুঙ্গে।

গত ২২শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় ভগবান শ্রী রামের। স্বয়ং নরেন্দ্র মোদি এই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কৃত্তিম বুদ্ধিমত্তা সকলকে দিয়েছে এক অভিনব উপহার। যা দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলেই!

আরও পড়ুন: Shoaib Sana Viral Video: ৫০০ মেয়েকে ভাল লাগে! সানিয়ার সামনেই সানার সঙ্গে ফ্লার্ট শোয়েবের, ভাইরাল পুরোনো ভিডিও

প্রযুক্তির যুগে আজ কিনা সম্ভব নয়? সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল মানুষ রামলালার প্রাণবন্ত মূর্তিতে মজে রয়েছেন। ঠিক এরই সঙ্গে নেপথ্যে বেজে চলেছেন লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Song) কণ্ঠে ‘মেরে রাম আয়েঙ্গে’। এই গানটি তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্রমশই ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে এই ভিডিও। এই গানটি একবার শোনার পর কেউই নিজেকে আটকে রাখতে পারছেন না।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Lata Mangeshkar Song

বেশ কিছু ব্যবহারকারীরা এই গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ইতিমধ্যেই। অনেকেরই মন্তব্য, পুরনো দিনের কথা মনে পড়ছে। আবার অনেকে লিখেছেন যেন স্বয়ং মা সরস্বতী (Lata Mangeshkar Song) নিজেই শ্রী রামের জন্য গান গাইছেন। অনেকেই আবার সন্তুষ্ট হননি এই ভাইরাল ভিডিওতে। তাঁদের বক্তব্য, সকাল থেকে বেশ কয়েকবার শুনলেও এআইয়ের মাধ্যমে লতা মঙ্গেশকরের কণ্ঠের যে অনুভূতি সেটা ১০০% পূরণ হচ্ছে না।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button