Weather Report: কবে থেকে ভারী বৃষ্টির আশঙ্কা? দেখে নিন কী বলছে আবহাওয়া দপ্তর

Weather Report: গজরাচ্ছে কিন্তু বর্ষাচ্ছে না! বর্তমানে এমনই অবস্থা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগাম বর্ষা ঢুকে গেলেও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম র
বিরাজমান। আদ্রতার কারণে অস্বস্তিও বেশি। দক্ষিণ বঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন উত্তরবঙ্গে কবে আসবে বর্ষা!

কিন্তু এই নিয়ে আপাতত কোন আশার কথা শোনাতে পারলেন না আলিপুর আবহাওয়া দপ্তর।
কবে দক্ষিণে বর্ষা প্রবেশ করবে তা স্পষ্ট হতে সময় লাগবে আরো কয়েকদিন। পূর্বাভাস অনুযায়ী আগামী তিন চার দিন এই গরম পিছু ছাড়বে না। ‌ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বৃদ্ধির জন্য এই প্যাঁচপ্যাচে গরম বজায় থাকবে।

এই মুহূর্তে ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাঁকুড়া পুরুলিয়া। তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। এমনকি কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম চলবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।
বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি ও তাপপ্রবাহের সর্তকতা থাকছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। এটি জেলার কিছু অংশে চরম তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।

হাওয়া অফিসের খবর অনুযায়ী পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়ে যাবে। কলকাতায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে সাথে জারি থাকবে গরম। উত্তরবঙ্গের নির্ধারিত সময়ের ছয় দিন আগে প্রবেশ করেছে বর্ষা। ৩১ মে সেখানে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা ছিল ১০ জুন। কিন্তু আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষা কবে আসবে তা স্পষ্ট হতে এখনো কয়েকদিন সময় লাগবে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা 1 থেকে 2° সেলসিয়াস আরো বৃদ্ধি পেতে পারে।

অর্থাৎ ১৪ জুন এর আগে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে কোন পূর্বাভাস এখনো শোনায়নি আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণের মৌসুমী বায়ু আসার সম্ভাবনা তবুও থাকছে। অপরদিকে উত্তরবঙ্গে স্বস্তির ছবি দেখা যাচ্ছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলার জন্য। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা বাতাসের পূর্বাভাস থাকছে।

Tithi Adak
We will be happy to hear your thoughts

Leave a reply