Viral

Viral Video: ছেলেকে স্টেজে দেখে অঝোরে কাঁদছেন বাবা, ভাইরাল হৃদয় ছোঁয়া ভিডিও

Viral Video: প্রত্যেকদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ভিডিও ।

Google News

Viral Video: প্রত্যেকদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ভিডিও । এই ভিডিওগুলি দেখে অনেকেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। বর্তমানে এই ধরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায়, একজন ব্যক্তি রণবীর কাপুর অভিনীত ‘অনিম্যাল’ ছবির ‘পাপা মেরি জান হ্যায় তু’ গানে পারফর্ম করেছেন, যা রীতিমতো ছুঁয়ে গিয়েছে মানুষের হৃদয়।

আরও পড়ুন: Mochar Ghonto Recipe: মঙ্গলের নিরামিষে সেরা এই সিক্রেট পদ, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ‘মোচার ঘণ্ট’

অ্যানিমাল ছবিটি বাবা ও ছেলের সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত হলেও বাস্তব জীবনেও বাবা হলেন সেই ব্যক্তি যিনি সন্তানের পাশে রোদ ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকেন ঢাল হয়ে। সন্তানের যেকোনো সাফল্যে খুশি হওয়ার ভিডিওতে বাবাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এই ভিডিওটি X-এ @ShoneeKapoor নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একজন ব্যক্তি দর্শকদের মধ্যে পারফর্ম করছে এবং তার সঙ্গে মঞ্চে পারফর্ম করছে। সন্তানকে এভাবে দেখে বাবা খুশি ও আবেগপ্রবণ দুই-ই হয়ে পড়েন।

ভিডিওটি দেখে মনে হচ্ছে বাবার চোখ থেকে হয়ত এখনই জল বেরিয়ে যাবে, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে দেখা যায় আনন্দের হাসি। কখনও সে তার সন্তানের অভিনয় দেখছে আবার কখনো হাততালি দিয়ে উঠছে আনন্দে। ভিডিও অনুযায়ী এমন একটি মুহূর্তও রয়েছে যখন তিনি কাঁদতে শুরু করেন নির্দ্বিধায়। বাবার এমনই রূপ যা দেখলে যে কারোর চোখেই জল আসবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

এই ভিডিওর সঙ্গে অ্যানিমাল ছবির সুপারহিট গান ‘পাপা মেরি জান হ্যায় তু’ বাজছে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৩ লাখ ৮১ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং লাইক করেছেন ১২ হাজারেরও বেশি মানুষ। বাবার হাসি-হাসি, কান্না আর আনন্দ এর এই মুহূর্ত প্রশংসা করছেন সকল মানুষই। অনেক ব্যবহারকারী মন্তব্য করছেন এই নিয়ে। একজন লিখেছেন, ‘বাবাই জীবনের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি’, আরেকজন বলেছেন, ‘বাবা-ই তার সন্তানদের সবচেয়ে বড় চিয়ারলিডার’।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button