RRB Technician Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য আরও এক ভালো সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
ইতিমধ্যে বউ এর তরফে 9 মার্চ থেকে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই নিয়োগের অন্যতম লক্ষ্য ছিল বিভিন্ন বিভাগে টেকনিশিয়ান Grade I এর জন্য 1092টি ও টেকনিশিয়ান Grade III এর জন্য 8052টি শূন্যপদ পূরণ করা।
ইতিমধ্যে এখানে প্রার্থীরা আবেদন করে ফেলেছেন তবে এবার আবেদনে কোন যদি ভুল করে থাকেন তাহলে তা ঠিক করার সুযোগ করে দিচ্ছে সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে 3জুন থেকে 6 জুনের মধ্যে ছবি ও স্বাক্ষরের কোন ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করার সুযোগ পাবেন প্রার্থীরা। আর এই সংশোধন করার শেষ তারিখ ৭ জুন।
৪ এপ্রিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলেও ছবি ও স্বাক্ষর আপলোডের জন্য ৩-৭ জুন পর্যন্ত সময় নির্ধারিত করা হয়েছে। কোন আবেদনকারী যদি এই সময়ের মধ্যে নিজের ছবি ও স্বাক্ষর আপলোড না করেন তাহলে কিন্তু তার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করা হবে।
RRB Technician Recruitment
Registration Starts – 9th march
Registration Ends- 4th April
আবেদনের পরবর্তী Window খোলা ছিল- 9th April -18th April
Picture & Signature Upload Date- 3rd june-7th june
জেনে নিন এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
- টেকনিশিয়ান Grade I
- টেকনিশিয়ান Grade II
জেনে নিন এখানে শূন্যপদ কয়টি?
টেকনিশিয়ান Grade I এর জন্য 1092টি ও টেকনিশিয়ান Grade III এর জন্য 8052টি
টেকনিশিয়ান Grade I পদে যোগ্যতার মাপকাঠি?
আবেদনকারীদের বিজ্ঞানের স্নাতক ডিগ্রী যেমন পদার্থবিদ্যা/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার/ বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে যোগ্যতা থাকা আবশ্যক।
বেতন কাঠামো – ২৯২০০
টেকনিশিয়ান Grade III পদে যোগ্যতার মাপকাঠি?
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের প্রাসঙ্গিক ট্রেডে ITI সহ ১০ তম গ্রেডের শিক্ষা থাকতে হবে।
বেতন কাঠামো – ১৯,৯০০ টাকা।
যদি প্রযুক্তিগত কোনো সমস্যার সম্মুখীন হন বা আপডেট প্রক্রিয়া সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে ফলো করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট। আগামীতে আরও পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে ফলো রাখুন আমাদের পোর্টাল।