Jal jeevan Mishan Recruitment: আপনি কি একজন চাকরিপ্রার্থী? চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? তবে আপনার জন্য কিন্তু ভালো খবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প সামনে আনা হয় সম্প্রতি এমনি একটি প্রকল্প আনা হয়েছে যার নাম ‘জল জীবন মিশন প্রকল্প’। আর এখানেই নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। চাকরি প্রার্থীরা নিজের জেলায় থেকেই এই কাজ করতে পারবেন।
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন, এই প্রকল্পের অধীনে কি কাজ করতে হবে, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই সমস্ত কিছু তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
জল জীবন মিশন প্রকল্প কী?
দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জলের ট্যাঙ্ক দেওয়া হবে। যার মাধ্যমে দেশের কোনায় কোনায় শহর থেকে গ্রামে সর্বত্র পানীয় জলের সরবরাহ করা হবে।
এই প্রকল্পের আওতায় কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
জল জীবন প্রকল্পের অন্তর্গত দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত জলের ট্যাংকের দেখাশোনা করার জন্য কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ করা প্রার্থীদের বেতন কত হবে?
প্রার্থীদের নিয়োগ করার পর প্রতি মাসে বেতন হবে মাসিক আট হাজার থেকে নয় হাজার টাকা।
আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে?
- Email ID
- passport size photo
- Adress proof like Aadhar Card/Voter Card
- Own CV in PDF Format
এই পদে চাকরি পেতে কীভাবে আবেদন জানাবেন?
অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
এর জন্য প্রথমে Jal jeevan Mishan Apply Form লিখে গুগলে সার্চ করতে হবে।
এরপর বিভিন্ন ওয়েবসাইটের লিংক সামনে আসবে সেখান থেকে individual/organisation self registration form অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার সামনে চলে আসবে একটি ফর্ম। সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে সেটি ফিলাপ করতে হবে ও সাবমিট করতে হবে।
এরপর চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে ম্যাসেজ আসার।
এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন ও অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে তবেই আবেদন জানান।