Viral

Ram Mandir Viral Video: 1,265 কেজির লাড্ডু খাবেন রামলালা, দেখুন ভিডিও

ইতিমধ্যেই সামনে এসেছে একের পর এক চমক। কখনও সামাজিক মাধ্যমের পাতায় চোখ থাকলে দেখা গিয়েছে কয়েকশ প্রদীপে সেজে উঠেছে রাম মন্দির আবার কখনও দেখা গিয়েছে অন্যরকম দৃশ্য। সম্প্রতি রাম মন্দিরের এই আকর্ষণ কে কেন্দ্র করে দেখা গিয়েছে অভিনব উদ্যোগ।

Google News

Ram Mandir Viral Video: অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আমাদের দেশ ভারতবর্ষে ধুমধাম করে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির (Ram Mandir)। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর মানুষ সাক্ষী থাকবেন রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনে। দেশ জুড়ে চলছে আনন্দের আবহাওয়া। অধীর আগ্রহে আস্তে আস্তে দিন গুনছেন সাধারণ মানুষ।

ইতিমধ্যেই সামনে এসেছে একের পর এক চমক। কখনও সামাজিক মাধ্যমের পাতায় চোখ থাকলে দেখা গিয়েছে কয়েকশ প্রদীপে সেজে উঠেছে রাম মন্দির আবার কখনও দেখা গিয়েছে অন্যরকম দৃশ্য। সম্প্রতি রাম মন্দিরের এই আকর্ষণ কে কেন্দ্র করে দেখা গিয়েছে অভিনব উদ্যোগ। যেখানে অযোধ্যা রাম মন্দিরের জন্য অর্ডার দেওয়া হয় 1,265 কেজি লাড্ডুর। তবে আপনি কি জানেন কে তৈরি করেছেন এই লাড্ডু? কার কাছেই বা গিয়েছিল এই অর্ডার!

আরও পড়ুন: Health Benefits Of Ajwain: হজমশক্তি বাড়ায়, ভুঁড়িও কমায়! একগুচ্ছ রোগেরও যম এক চিমটি জোয়ান

সূত্রের খবর, হায়দ্রাবাদের নাগভূষণ রেড্ডির তৈরি 1,265 কেজি লাড্ডু দেওয়া হবে অযোধ্যা রাম মন্দিরে। শ্রী রামকে কি দেওয়া যেতে পারে তা বিষয়ে কথা বলতে গিয়ে নাগভূষণ রেড্ডি বিখ্যাত সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, “2000 সাল থেকে, আমি শ্রীরাম ক্যাটারিং নামে একটি ক্যাটারিং ব্যবসা পরিচালনা করছি। যেহেতু রাম জন্মভূমি মন্দিরটি তার ভূমিপূজা উদযাপন করছিল, আমরা ভাবছিলাম যে শ্রী রামকে কী দেওয়া যেতে পারে (Ram Mandir Viral Video)।”

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ

তাঁর আরও সংযোজন, “পরবর্তীতে, আমরা ভূমিপূজার দিন এবং মন্দির খোলার মধ্যে প্রতিদিন এক কেজি লাড্ডু দেওয়ার পরিকল্পনা নিয়েছিলাম।” ইতিমধ্যেই গতকাল অর্থাৎ ১৭ই জানুয়ারি হায়দ্রাবাদ থেকে অযোধ্যার উদ্দেশ্যে পরিবহন করা হয়ে গিয়েছে এই বিশাল সংখ্যক লাড্ডু। পরিবহন করার জন্য একটি রেফ্রিজারেটর কাচের বাক্স ব্যবহার করা হয়েছে। নাগভুষণ জানিয়েছেন, এই লাড্ডু তৈরি করার জন্য প্রায় ৩০ জন শ্রমিক সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। এই প্রসঙ্গে তিনি জানান, “শুধু এখানে লাড্ডু একত্র করতে আমাদের (Ram Mandir Viral Video)।” এই মিষ্টির প্রধান সৃষ্টিকর্তা দুশাসন মাঝে মন্তব্য করেছেন, “আমি সত্যিই খুশি যে আমি এই লাড্ডু তৈরি করেছি। এটা করতে আমরা বেশ পরিশ্রম করেছি। এই লাড্ডু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভ্রমণের সময় কোনও ক্ষতি না হয়।”

See the Ram Mandir Viral Video here 

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button