Packing Job: অষ্টম শ্রেণী পাশে ক্যাটবেরি ফ্যাক্টরিতে প্যাকিং এর কাজের জন্য নিয়োগ, এইভাবে করুন আবেদন

Packing Job: অনেকেই রয়েছেন যারা অষ্টম শ্রেণী পর আর পড়াশোনা করে উঠতে পারেননি। তারা যদি ভেবে থাকেন এই যোগ্যতায় কী কাজ করবেন তাহলে কিন্তু তাদের জন্য ভালো খবর। কারণ নূন্যতম অষ্টম শ্রেণী যোগ্যতায় একটি ভালো চাকরির সন্ধান থাকলো আজকে। যেখানে ভালো বেতনতো পাবেন সাথে নিজের থাকা খাওয়ার খরচের চিন্তাও করতে হবে না।

তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কর্মস্থল কোথায় হবে, কতটাকা বেতন দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের, কীভাবে আবেদন জানাবেন ইচ্ছুক প্রার্থীরা ইত্যাদি বিস্তারিত।

কোথায় নিয়োগ করা হবে?

ডেইরি মিল্ক, কিটক্যাট, ফাইভ স্টার ক্যাটবেরি ফ্যাক্টরিতে প্যাকিং এর কাজের জন্য নিয়োগ করা হবে।

কোন পদে নিয়োগ করা হবে?

Helper এবং Assistant Staff এই দুটি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের

পদগুলিতে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে। আপনি যদি দশম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেও আবেদন জানাতে পারবেন।

আবেদনে জন্য প্রার্থীদের বয়স কতো থাকতে হবে?

প্রার্থীদের বয়স থাকতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

নিযুক্ত প্রার্থীদের বেতন কতো হবে?

নিযুক্ত প্রার্থীদের ১৫৫০০ থেকে ১৭,০০০ টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। পাশাপাশি থাকা ও খাওয়ার খরচা কোম্পানির তরফে বহন করা হবে।

নিযুক্ত প্রার্থীদের কী কাজ করতে হবে ফ্যাক্টরিতে?

ফ্যাক্টরিতে ডেইরি মিল্ক, কিটক্যাট, ৫ স্টার ক্যাটবেরির প্যাকিং, লেভেলিং, সিল, স্ক্যানিং এই কাজগুলি করতে হবে।

কর্মস্থল- কলকাতা
কাজের সময়- প্রতিদিন ৮ ঘন্টা

আবেদন প্রক্রিয়া –

কারা আবেদন জানাতে পারবেন?

রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন জানাতে পারবে। ‌

কীভাবে আবেদন জানাবেন?

এখানে মাত্র ১০ টি ভ্যাকেন্সি রয়েছে, তাই জানার আগে কল করবেন তারা আগে চান্স পেয়ে যাবেন।

প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে?

প্রার্থীদের এখানে স্পট জয়েনিং দেওয়া হবে। অর্থাৎ কোনোরকম পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যারা আগে কল করবেন তাদের ডাকা হবে ও উক্ত দিনে নিয়ে ডকুমেন্ট নিয়ে হাজির থাকতে হবে। এই সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকলে নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারেন।

Tags:

Tithi Adak
We will be happy to hear your thoughts

Leave a reply