Dropshipping: অনলাইন আয় এখন অন্যতম উপার্জনের মাধ্যম। ফোনটা এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নেই হয়ে উঠেছে কাজের অন্যতম সেরা ঠিকানা। ফ্রিল্যান্সিং জগতে আমরা বিভিন্ন অনলাইন সেক্টর চিনি কিন্তু Dropshipping সম্পর্কে জানা আছে?
এটি এমন এক ব্যাবসা যেখানে না আপনাকে Product Manufacturing করতে হবে, না ডেলিভারি চিন্তা রয়েছে খালি খেয়াল রাখতে হবে সেলস্ এর ওপর। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখান থেকে কীভাবে আপনি আয় করবেন তা জেনে নিন আজকের প্রতিবেদনে।
কী এই Dropshipping?
বর্তমানে বিভিন্ন নতুন সুযোগ সুবিধার বদৌলতে এই ড্রপসিপিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এক কথায় কারো কাছ থেকে অর্ডার নিয়ে তা সাপ্লাইয়ের কাছ থেকে কেনার পাশাপাশি অর্ডারকারীকে পণ্যটি সরবরাহ করায় ড্রপশিপিং ব্যবসা।
Dropshipping কীভাবে কাজ করে?
গ্রাহকরা ওয়েবসাইটে যান এবং অর্ডার প্লেস করেন।
খুচরো বিক্রেতা অর্ডার গ্রহণ করে ও সরবরাহকারীকে গ্রাহকের বিশদ বিবরণ শেয়ার করে।
তৃতীয় পক্ষের সরবরাহকারি প্যাক করে পণ্য এবং এটির অনলাইন স্টোরের ব্র্যান্ডিংয়ের সাথে প্রেরণ করে।
এখানে গুদাম জাতীয় ব্যয় যা হয় তার প্রয়োজন সরিয়ে দেয়। এই ই-কমার্স ব্যবসায়িক মডেলের বিক্রয় ওয়েবসাইট তৃতীয় পক্ষের সরবরাহকারী বা প্রস্তুতকারকের কাছ থেকে আইটেম ক্রয় করে।
কম খরচে ব্যবসা
ড্রপ শিপিং ব্যবসার অন্যতম সুবিধার দিক এটি।
এখানে বিনিয়োগ একদম কম তাই ঝুঁকিহীন ভাবে এই সেক্টরে আপনি সফল হতে পারেন।
কিভাবে এই ব্যবসায় সাফল্য লাভ করবেন
প্রথমে আপনাকে ট্রেন্ডিং পণ্যগুলিকে নিয়ে গবেষণা করতে হবে। আপনার লক্ষ্য হবে বিক্রেতাকে প্রোডাক্টের মাধ্যমে আকর্ষিত করা।
Shopify বা WooCommerce এর মতোন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি আকর্ষণীয় এবং ব্যবহার বান্ধব অনলাইন স্টোর তৈরি করতে পারেন।
এরপর আপনাকে নজর দিতে হবে মার্কেটিং এর ওপর। এরজন্য আপনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
হনুমান নিশ্চিত করুন পণ্যের গুণগতমান নিশ্চিত করুন, বিশ্বস্ত সরবরাহকারীদের সাথে সম্পর্ক গড়ুন।
গ্রাহক পরিষেবার দিকে খেয়াল রাখুন।
এবার আপনিও ব্যবসার পরিকল্পনা করে থাকলে এই পথে এগোতেই পারেন। বিস্তারিত জানতে অবশ্যই এই নিয়ে আপনিও রিসার্চ করুন।