কোন রকম পরীক্ষা ছাড়াই সরাসরি প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে ও মেয়ে প্রত্যেককেই আবেদন করতে পারবেন। স্কুলে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন কোন স্কুলে নিয়োগ করা হবে, আবেদন কিভাবে জানাতে হবে, বেতন ও বয়স সীমা কী হবে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগকারী সংস্থা
বিভিন্ন জেলা ও ব্লক অনুযায়ী মোট ৩৫০ টি স্কুলে সরকারের তরফেই এখানে নিয়োগ করা হবে
পদের নাম-ICT Instractor
এই পদগুলিতে আবেদনের জন্য কী বয়সসীমা হওয়া উচিত?
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৫৫ বছরের মধ্যে। অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে ও যাদের নেই উভয়েই আবেদন জানাতে পারবেন।
কীভাবে নিয়োগ করা হবে?
একটি Online Test এর মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে প্রার্থীদের বাছাই করা হবে।
এর দ্বিতীয় পর্বে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে ফাইনাল প্রার্থীদের সিলেক্ট করে নেওয়া হবে।
অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষার সিলেবাস পেয়ে যাবেন।
এই পদের জন্য কিভাবে আবেদন জানাবেন?
কেবলমাত্র Email এর মাধ্যমে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। Recruiter.tcil@gmail.com
আবেদন জানানোর জন্য প্রার্থীদের একটি নিজস্ব CV সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে mail করতে হবে।
কি কি নথি প্রয়োজন রয়েছে?
- Address Proof (Adhaar Card/ Voter Card) Age Proof (Birth certificate/ Madhyamik Admit Card)
- Educational Qualification
- ID proof
- Cast Certificate
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?
যেকোনো বিষয়ে Graduation ও সাথে 1 বছরের PGDCA থাকলে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
বা যেকোনো বিষয়ে Graduation ও সাথে 1 বছরের Computer অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন।
উপরের সমস্ত তথ্য সংক্ষেপে দেওয়া হলো। বিশদ নির্দেশনাবলী জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন। বিজ্ঞপ্তি দেখে তবে আবেদন করুন। আর আসন্ন বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে ফলো করুন আমাদের পোর্টালটি।