PMEGP Scheme Apply Online: শুরু করুন নিজের স্বপ্নের ব্যবসা, টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এইভাবে করুন আবেদন

PMEGP Scheme Apply Online: এই বিশেষ প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবকতীরা পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা! কীভাবে করবেন আবেদন? কী কী লাগবে প্রয়োজনীয় নথিপত্র? সমস্তই বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক সামনে আনা হয়েছে নতুন নতুন প্রকল্প। এবারে দেশের বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় সরকার।

বিশেষ করে যে সমস্ত যুবক-যুবতীরা নিজেদের কর্মসংস্থান করতে চান কিংবা শুরু করতে চান নিজেদের স্বপ্নের ব্যবসা তাদের জন্যই মূলত সামনে আনা হয়েছে এই নতুন স্কিম। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন স্কিমের কথা বলছি আমরা? কী সুবিধা মেলে চলেছে এই স্কিমে?

স্কিমের নাম কী?

আজকের প্রতিবেদনে যে স্কিম নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হলো প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এই প্রকল্পের আওতায় দেশের বেকার যুবক-যুবতীরা স্বল্প সুদে ব্যাংকের কাছ থেকে খুব সহজেই ঋণ নিতে পারবেন। এই টাকা দিয়ে শুরু করতে পারবেন স্বপ্নের ব্যবসা। তবে এর জন্য মানতে হবে বেশ কিছু শর্ত।

কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

যে সমস্ত ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন করতে চাইছেন তাদের সর্বনিম্ন বয়স অবশ্যই ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স অবশ্যই হতে হবে ৩৫ বছরের মধ্যে। দেশের অর্থনৈতিকভাবে যারা রয়েছেন পিছিয়ে যাদের বার্ষিক পারিবারিক আয় রয়েছে নিম্ন তাদের পাশে দাঁড়াতেই মূলত এই প্রকল্প। যাদের বার্ষিক পারিবারিক আয় মাত্র ৪০ হাজার টাকা, তারাই করতে পারবেন এখানে আবেদন। এই প্রকল্পে যাঁরা যাঁরা এই সুবিধা পাবেন তাদেরকে দশ থেকে পনেরো দিনের জন্য নির্খরচায় দেওয়া হবে প্রশিক্ষণ।

মূলত তপশিলি জাতি, মহিলা এবং পিছিয়ে পড়া শ্রেণীর জন্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী মিত্র রোজগার যোজনার মূল লক্ষ্য হল দেশের বেকার যুবক-যুবতীদের তাদের নিজস্ব ব্যবসা শুরু করার স্বপ্ন পূরণ করা এবং বেকারত্ব হ্রাস করা। এছাড়াও যে সমস্ত যুবক-যুবতী এবং মহিলারা স্বাবলম্বী হতে চান এবং এগিয়ে যেতে চান নিজেদের লক্ষ্যে তাদের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য।

সুদের হার কত থাকবে?

এই যোজনায় ২৫ হাজার টাকা যারা যারা ঋণ নেবেন তাদের সুদের হার হবে বারো শতাংশ। এছাড়াও যারা ২৫ হাজার থেকে ১ লাখ পর্যন্ত ঋণ নেবেন তাদের সুদের হার হবে ১৫.৫ শতাংশ। ঠিক একইভাবে লোনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে সুদের হারও।

কারা এখানে আবেদন করতে পারবেন?

অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কমপক্ষে পাস করতে হবে অষ্টম শ্রেণী। যারা এর আগে কখনো লোন নেননি তাঁরাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • ব্যবসার বিবরণ
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজের ছবি
Tithi Adak
We will be happy to hear your thoughts

Leave a reply