New Govt Job: জল জীবন মিশনে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন? দেখুন পদ্ধতি

New Govt Job: দেশের প্রত্যেকের ঘরে ঘরে যাতে কলের জল পৌঁছাতে পারে তার জন্যই সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে নয়া এক প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের অধীনেই বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ চলছে, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তি। যারা এতদিন ধরে চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু একটি ভালো সুযোগ উপস্থিত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

কোন প্রকল্পের কথা বলা হচ্ছে, কোন মিশনের অন্তর্গত বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ চলছে, কীভাবে তার জন্য আবেদন জানাবেন! বিস্তারিত জানতে প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

কোন মিশনের তরফে নিয়োগ করা হচ্ছে?

জল জীবন মিশন প্রকল্পের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে প্রচুর শূন্যপদে জেলা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজের জেলা থেকেই এই কাজে অংশ নিতে পারবেন আপনি।

কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে?

Non Technical ও Technical এর বিভিন্ন পোস্টে এটি নিয়োগ করা হবে।

এখানে কতগুলি শূন্যপদ রয়েছে?

মোট ৩০০০ টি শূন্যপদ রয়েছে এখানে।

এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স কতো থাকতে হবে?

এখানে প্রার্থীদের আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

এখানে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন?

বিভিন্ন পোষ্টের জন্য বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। তবে যাদের মাধ্যমিক রয়েছে তারাও যেমন আবেদন জানাতে পারবেন আবার উচ্চমাধ্যমিক বা ITI এর মতোন যাদের ডিগ্রী রয়েছে জানাতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

কিসের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে?

এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের এর উপর নির্ভর করে এখানে নিয়োগ করা হবে।

এখানে বেতন কাঠামো কত?

এখানে প্রার্থীদের বেতন ৮,০০০ থেকে ১২ হাজারের মধ্যে হবে।

এখানে আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন?

  • Educational Certificates
  • Identify Proof
  • Date of Birth Proof
  • catagory Certificate (If Applicable)
  • Experience Certificate (If Applicable)
  • pass port size photograph

এখানে কীভাবে আবেদন জানাবেন?

এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। প্রথমে চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। এরপর কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে আসা ফর্মটিতে Individual/Organization অপশন থেকে Individual অপশনটি বেছে নিতে হবে। তারপর নিজস্ব নথি দিয়ে রেজিস্ট্রেশন করে ও ফর্ম ফিলাপ, ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিতে হবে।

উল্লেখ্য এই আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না। আপনার আবেদন পত্র রেকর্ড হয়ে থাকবে জল শক্তি মন্ত্রণালয়ের কাছে। প্রয়োজন অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে।

Tags:

Tithi Adak
We will be happy to hear your thoughts

Leave a reply