LIC ADO Recruitment: চলতি বছর ADO পদে নিয়োগ করতে চলেছে LIC. খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে সামনে। রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থাটিতে চাকরি পেতে কীভাবে আবেদন জানাবেন?
এই পদে আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন, কত বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা সম্ভব, আবেদন প্রক্রিয়া কি, নিয়োগ প্রক্রিয়া কি তা জানতে পড়ুন বিস্তারিত। এছাড়াও আবেদনের সময়সীমা পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কোন পোস্টে নিয়োগ করবে LIC?
2024 এ অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার বা ADO পদে নিয়োগ করবে LIC.
এই পদে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
এই পদে নিযুক্ত প্রার্থীদের বেতন কতো হবে?
এখানে প্রার্থীদের মাসিক বেতন হবে ৫১,৫০০ টাকা।
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স কত হবে?
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
এখানে কীভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে?
LIC এর এই পোস্টে চাকরি পেতে টপকাতে হবে তিনটি হার্ডেল তার মধ্যে প্রথমে রয়েছে প্রিলিমস, মেইন্স ও শেষে রয়েছে ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় এক ঘন্টার অনলাইন টেস্ট নেবে জীবন বীমা কোম্পানি। থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে তারা মেন্স পরীক্ষায় বসবেন। এখানে পূর্ণমান ১৬০। শেষ দফায় নেওয়া হবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের আগে মেইন্স উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে দেবে LIC.
কীভাবে এখানে আবেদন জানাবেন?
এই পোস্টে আবেদন করতে প্রথমে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
এরপর হোমপেজেই পেয়ে যাবেন কেরিয়ার সেকশন সেখানে মিলবে লিঙ্ক। এতে ক্লিক করেই আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে এখানে। ও আবেদন ফি জমা দিতে হবে।
এই পদে আবেদনের জন্য আবেদন ফি কতো?
অসংরক্ষিত ক্যাটেগরি প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। অন্যদিকে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রার্থীদের ১০০ টাকা দিলেই চলবে। অনলাইনে এই ফি দিতে পারবেন আবেদনকারীরা।
চলতি বছর ADO পদে নিয়োগ করতে চলেছে LIC. এখনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সামনে আসেনি। বিজ্ঞপ্তি সামনে চলে এলেই আবেদনের সময়সীমা, পরীক্ষার সময়সূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।