Civik Volunteer: ভোটের লড়াই শেষ, এতদিন রাজ্যের বেকার যুবক যুবতীরা যে পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন আশা করা হচ্ছে সেই অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। শীঘ্রই পশ্চিমবঙ্গে আবারো এক লক্ষ শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে।
যারা চিন্তা করছেন অষ্টম শ্রেণী পাশে কী সরকারি চাকরি পাবেন তাদের জন্য ভালো সুযোগ। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতেই এবার দুর্দান্ত ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি জেলায় নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার ।
আগেই জেনে নিন এই পদে কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা থাকতে হবে, আবেদন পদ্ধতি কি হবে ইত্যাদি ।
পদের নাম –
Civik Volunteer
সিভিক ভলেন্টিয়ার পদে যোগ দিতে কী যোগ্যতা প্রয়োজন?
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
এই পদে আবেদনের জন্য বয়সসীমা কি হওয়া উচিত?
বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত প্রার্থীদের বেতন কতো হবে?
বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা মাসিক বেতন পেয়ে থাকেন ৯০০০ টাকা। তবে সম্প্রতি খবর মিলেছে মে মাস থেকে সিভিক ভলেন্টিয়াররা হাজার টাকা করে বেশি পেতে চলেছেন। তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে।
এই পদে কিভাবে নিয়োগ করা হয়? আবেদন প্রক্রিয়া কি?
এখনো সরকারিভাবে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য কোন নোটিশ প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য সঠিকভাবে বলা যাবে। মূলত ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রয়োজনে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে তাই নিজেদেরকে প্রস্তুত রাখুন আসন্ন এই পরীক্ষার জন্য।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক পোস্টে নিয়োগ করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার দের কাজ মূলত পুলিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আইন রক্ষা করা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
তাই যারা এই পদে আবেদন করার জন্য আগ্রহী তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য চোখ রাখতে হবে পরবর্তী আপডেটে। এছাড়াও এই সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে অবশ্যই রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখুন। আর সবার প্রথমে চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে পেজটি ফলো রাখতে ভুলবেন না।