বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

সাম্প্রতিক যুগে বেশিরভাগ শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে নিমগ্ন। লক্ষ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষায় বসে নিজেদে লক্ষ্যভেদ করতে প্রস্তুতি নিচ্ছেন। আর এবার তাদের জন্যই বড়ো আপডেট। আপনি যদি এক চাকরিপ্রার্থী হয়ে থাকেন আর প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে লক্ষ্যভেদ করার এটাই সুযোগ।

জুলাই মাস পড়ে গেছে, আর তার সাথে সাথে একটি বা দুটি না একগুচ্ছ চাকরি সুযোগ কিন্তু সামনে চলে এসেছে। সেন্ট্রাল গর্ভমেন্ট থেকে স্টেট গর্ভমেন্টের তরফে বিভিন্ন পরীক্ষা হতে চলেছে যার জন্য আবেদন গ্রহন পর্ব চলছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষা আসতে চলেছে, কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কীভাবে আবেদন জানাবেন, কোন পদে নিয়োগ করা হবে, যোগ্যতা কী থাকবে ইত্যাদি বিস্তারিত।

প্রথম-
নিয়োগকারী সংস্থা- ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ করা হবে।
পদের নাম- Labrotary Technician, Labrotary Attendent /Office Helper, Technical Officer

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, স্নাতক

বেতন- ১৫৮০০-৩৫০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া – আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র ও ডকুমেন্ট সহকারে ১১/৭/২০২৪ তারিখ উপস্থিত থাকতে হবে।

দ্বিতীয়
নিয়োগকারী সংস্থা- Staff Selection Commission
পদের নাম -Multi Tasking Staff, Havaldar
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
বয়সসীমা – সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে
আবেদন প্রক্রিয়া – আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Staff Selection Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদনের শেষ তারিখ- ৩১/০৭/২০২৪

তৃতীয়-
নিয়োগকারী সংস্থা- Staff Selection Commission

পদের নাম -Combined Graduation Level Examination 2024 Group B & C

শিক্ষাগত যোগ্যতা – গ্র্যাজুয়েট পাশ

বয়সসীমা – সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে

আবেদন প্রক্রিয়া – আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Staff Selection Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইন আবেদনের শেষ তারিখ- ২৪/০৭/২০২৪

চতুর্থ-
নিয়োগকারী সংস্থা-Kolkata Metro Rail Corporation

পদের নাম- General Manager

বয়সসীমা – সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে

যোগ্যতা- কেন্দ্রীয়/রেলওয়ে/রাজ্য সরকারের মন্ত্রক বিভাগ/ পাবলিক সেক্টরে কর্মরত কর্মকর্তারা অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া – আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র ও ডকুমেন্ট সহকারে ৪/৭/২০২৪ তারিখ উপস্থিত থাকতে হবে।

পঞ্চম-
জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসে নিয়োগ

পদের নাম-Accountant & Data Entry Operator

শিক্ষাগত যোগ্যতা – স্নাতক পাশ

বয়সসীমা – সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে

অফলাইনে আবেদনের শেষ তারিখ – ৮.৭.২০২৪

এখানে আপনাদের সুবিধার জন্য সংক্ষিপ্তভাবে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য তুলে ধরা হলো। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভালোভাবে যোগ্যতা দেখে তবেই আবেদন করুন।

Tithi Adak
We will be happy to hear your thoughts

Leave a reply