NTPC Recruitment 2024: চাকরি জগতে ফের সুখবর। কারণ এবার কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সমগ্র রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। যারা এতদিন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের সেই প্রস্তুতি আরো জোরদার করার সময়। ভারতীয় রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানের জন্য প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে।
কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।
কোন পোস্টে নিয়োগ হতে চলেছে?
NTPC অর্থাৎ Non technical Popular Category পোস্টে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
Station Master , Traffic Assistant, Train Manager ইত্যাদি।
এই পোস্টে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?
এই NTPCতে অনেকগুলি পোস্ট রয়েছে। কিছুক্ষণ HS উত্তীর্ণ থাকলেই আবেদন করতে পারবেন আর কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাশ প্রয়োজন।
কবে থেকে আবেদন শুরু হবে?
রেলওয়ে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই মাসেই শুরু হবে ফর্ম ফিলাপ।
এই পদে আবেদনের জন্য বয়সসীমা কী হওয়া উচিত?
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩৩ বছর। তবে যেই পোস্টগুলির জন্য গ্রাজুয়েশন প্রয়োজন তাদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ২১-৩৬ এর মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে?
প্রথমে কম্পিউটার বেস একটি পরীক্ষা দিতে হবে। এতে থাকবে ৩০ নম্বরের Math, GI ও ৪০ নম্বরের GK/GS. আর CBT2 এর ক্ষেত্রে থাকবে ৩৫ নম্বরের Math, GI আর ৫০ নম্বরের GK/GS.
আলোচ্য পদগুলিতে আবেদনের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্ম ফিলাপ করতে হবে। সম্পূর্ণ ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর নির্ধারিত আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এর পাশাপাশি ফর্ম এর সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে তার আপডেট পেতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। আর চাকরির নিয়োগ সংক্রান্ত আরো আপডেট পেতে ফলো রাখুন আমাদের পোর্টালটি।