E Shram Card: নারী উন্নয়ন থেকে অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের পেনশন, কৃষক থেকে শ্রমিকদের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন যোজনা ও প্রকল্প নিয়ে আসা হয়েছে। সম্প্রতি শ্রমিকদের উন্নয়নে ও ন্যায্য যেমন যাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আনা হয়েছে ই-শ্রম কার্ড। ভারতে পিছিয়ে থাকা অস্থায়ী শ্রমিক শ্রেণি যাতে সার্বিকভাবে উন্নতি লাভ করতে পারে সেই উদ্দেশ্যেই ই-শ্রম কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
আর এই সুবিধা প্রদানের জন্য চালু করা হয়েছে এই ই-শ্রম পোর্টাল। জানেন এই সুবিধা কি? কারা এই সুবিধা গ্রহণ করতে পারবে? কী কী নথি প্রয়োজন হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ই শ্রম কার্ড কী?
এই কার্ডটি বিভিন্ন সরকারি স্কিম গুলিতে একসের সরবরাহ করে এবং কার্ডধারীদের জন্য ঋণ পাওয়া সহজ হয়ে ওঠে।
কারা ই-শ্রম কার্ড এর জন্য আবেদন জানাতে পারবেন?
আপনি যদি এই কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের এই শর্তগুলি পূরণ করতে হবে-
অবশ্যই আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে কর্মী হতে হবে। রয়েছে অধিবাসী, শ্রমিক, গিগ কর্মী, প্ল্যাটফর্ম কর্মী ও MGNREGA প্রকল্পের অধীনে কর্মরত কর্মীরা। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। আবেদনকারীকে এমপ্লয়িস প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা emplied state insurance corporation এর সদস্য হওয়া চলবে না। আবেদনকারী করদাতা হলে আবেদন জানাতে পারবেন না।
ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে কী কী নথি প্রয়োজন?
আধার কার্ড, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার।
ই-শ্রম কার্ড থাকলে কী কী সুবিধা পাবেন শ্রমিকরা?
প্রথমত আপনি সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাবেন। আপনাকে এক বছরের জন্য বীমা প্রিমিয়াম দিতে হবে না, আরো বেশি কাজের সন্ধান পেতে পারবেন। জরুরি অবস্থা বা মহামারির মতো সময়ে সরকারযোগ্য অসংগঠিত শ্রমিকদের সাহায্যর জন্য ডাটাবেস ব্যবহার করতে পারে।
যদি কোন কারণে আপনি দুর্ঘটনায় মারা যান বা অক্ষম হয়ে যান তাহলে আপনার পরিবার ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে। দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হলে ১ লক্ষ টাকার সহায়তা পাবেন।
ই-শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন জানাবেন?
ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজে গিয়ে তথ্য পূরণ করুন। এরপর Send OTP তে OTP এলে সাবমিট করুন। সেখানে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় বিবরণ করুন, ডকুমেন্ট আপলোড করুন ও Submit করে দিন।
এছাড়াও আপনি কমন সার্ভিস সেন্টার (CSC) NDUW বা আপনার জেলা বা উপজেলায় রাজ্য সরকারের আঞ্চলিক অফিসের মাধ্যমে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন।